Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদলে যাওয়া তামিম ইকবাল!


১০ মে ২০১৯ ১৩:০৫

সালটা ২০০৭, অভিষেক ঘটে ক্রিকেটীয় বংশ থেকে আশা তামিম ইকবাল খানের। ভয় ডরহীন এক ক্রিকেটারের দেখা পায় বাংলাদেশ। জহির খানের মত পেসারকে যে সমীহ করে না।

অভিষেক বিশ্বকাপে যার ঝলকে ভারতবধ করেছিল বাংলাদেশ। আর পরবর্তীতে তার ব্যাটে ভর করেই জিতেছে ভারত, পাকিস্তান কিংবা দক্ষিণ আফ্রিকার মত দলের বিপক্ষে।

তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন। আর যদি বলা হয় সেরা ওপেনার তবে এক চুলও বাড়িয়ে বলা হবে না।

অভিষেকের পর তামিম শুরুতে ব্যাট করতে নেমে তোয়াক্কা করতেন না কোন বোলারকেই। রান তুলতেন ঝড়ের গতিতে। আর রান তোলার তাড়াতে ভুলে যেতেন নিজের ক্যারিয়ারে কথা। ইচ্ছা করলেই আরও কিছু শতক যোগ করতে পারতেন।

তবে যা অতীতে চলে গেছে তা আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই তো এখন নামের পাশে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আছে মাত্র ১১টি শতক।

তবে তামিম বদলেছেন। ২০০৭ সালে যখন অভিষেক ঘটে তখন তামিমের ব্যাটিং গড় ছিল মাত্র ২২। আর গেল বছর সেই তামিমেরই গড় ছিল কিনা ৮৫.৫।

আর এই গড়ে সে একটি কিংবা দু’টি ম্যাচ খেলেননি। খেলেছেন ১২টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। দুইটি শতকের পাশাপাশি ছিল ছয়টি অর্ধশতকও।

ক্যারিয়ারের প্রথম দিকে যেখানে ঝড় গতিতে রান তুলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন তামিম সেখানে দলের এবং নিজের প্রয়োজনে বদলেছেন খেলার ধরণ।

ইনিংসের শুরু থেকে দেখে শুনে শুরু করেন। প্রয়োজনের বাইরে করেননা একটি শটও। প্রতিপক্ষ বোলারের ভাল বলটিকে যথাযথ সম্মান দেয়া আর খারাপ বলের সর্বোচ্চ ফায়দাটুকু লুটে নেওয়া।

তাই তো ২০১৮ সালে বিশ্বের সেরা সব ওপেনারদের থেকেও গড়ের দিক থেকে এগিয়ে টাইগার এই ওপেনারের। ভারতীয় ওপেনার রোহিত শর্মার ব্যাটিং এভারেজ যেখানে ৭৩ থেকে সামান্য বেশি।

বিজ্ঞাপন

এই তামিম যেন সবার মন পড়ে ফেলছেন। তাই তো দলের প্রয়োজনে এখন তিনি ইনিংসের শুরু থেকেই খেলেন ঠান্ডা মাথায়। আর দলকে এনে দেন শক্ত এক ভিত্তি।

সারাবাংলা/এসএস

টাইগার ক্রিকেটার তামিম ইকবাল ব্যাটিং গড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর