দলের প্রয়োজনেই ধীর গতির ব্যাটিং: তামিম
১১ মে ২০১৯ ১২:১২
তামিম ইকবাল বাংলাদেশের সব থেকে অভিজ্ঞ ব্যাটসম্যানদের একজন। টাইগারদের সর্বাধিক রান সংগ্রাহক। ক্যারিয়ারের প্রথম থেকেই ব্যাটিং নিয়ে পড়েছেন নানান সমালোচনার মুখে।
ক্যারিয়ারের শুরুর দিকে দ্রুতগতিতে রান তুলতেন তামিম ইকবাল। সমীহ করতেন না কোনো বোলারকেই। তবে সে সময় দলের প্রয়োজনের মুহূর্তে আউটও হয়েছেন অনেকবার। যা দলকে বিপর্যয়ের দিকেও ঠেলে দিয়েছে।
তবে নিজের ব্যাটিংয়ের ধরন বদলেছেন তামিম। ঝড় গতির ব্যাটিং থেকে এখন ধরে খেলার প্রবণাতাই বেশি তার। দলের জন্য নিজের ব্যাটিংয়ের ধরন পরিবর্তন করেছেন পুরোটাই। আক্রমণাত্মক খেলা যেখানে ছিল তামিমসুলভ, সেখানে ইনিংস গড়ে তোলাটাই এখন তার লক্ষ্য।
টাইগারদের হয়ে যেখানে ২০০৭ সাল থেকে ২০১৪ এই আট বছরে তামিমের ব্যাটিং গড় ছিল প্রায় ৩১। সেখানে ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত সেই ব্যাটিং গড় দাঁড়ায় ৬০.৪৩। গড় দেখেই বোঝা যায় কতটা বদলেছেন তামিম।
এ সম্পর্কে তামিম বলেন, ‘আমি চাইলেই কি আরও শট খেলতে পারি না? আমি চাইলেই আক্রমণাত্মক খেলতে পারি। আসলে আমরা খেলি দলের জন্য আর দল থেকে বেশি গুরুত্বপূর্ন নয় কোন কিছুই।’
তামিম আরও যোগ করেন, ‘আমি ১৫০ স্ট্রাইক রেট নিয়েও খেলেছি কিন্তু তখন দল হেরেছে। যা অর্থহীন, আমি ভালো খেলেও দল হারলো তাতে আসলে কোনো লাভ নেই। এখন আমি ৬০ স্ট্রাইক রেট নিয়ে খেলছি আর দলের জয়ে ভূমিকা রাখতে পারছি। এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।’
আর তার এই বদলে যাওয়ার পেছেনে সব কৃতিত্ব দিয়েছেন সাবেক টাইগার কোচ জেমি সিডন্সকে।
জেমি সিডন্সের বলা কথাটিও মনে রেখেছেন টাইগার এই ক্রিকেটার, ‘খেলার মাঠে যদি তুমি বাজে সময় পার করো তাহলে তোমার হাতে দুটি রাস্তা আছে। প্রথমত তুমি আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে আসতে পারো। অথবা ২২ গজের পিচে দাঁড়িয়ে লড়তে পারো।’
সাবেক কোচের এই কথাটি মনে রেখেই নিজের ব্যাটিংয়ে এত পরিবর্তন এনেছেন টাইগার ওপেনার। তাই তো গেল দুই বছরে বিশ্বের বাকি সব ওপেনারদের থেকে ব্যাটিং গড়ের দিক দিয়ে অনেক এগিয়ে বাংলাদেশি এই ওপেনার।
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজদের বিপক্ষে করেন ৮০ রান। বেশ ধীর গতির এই ইনিংসের পরে নানান সমালোচনার উত্তর দেন তামিম।
সারাবাংলা/এসএস