Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোকোভিচের মাদ্রিদ ওপেন জয়


১৩ মে ২০১৯ ১১:২৮

মাদ্রিদ ওপেনের ফাইনালে সিটসিপাসকে হারিয়ে ৩৩তম মাস্টার ফাইনাল জয় করলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।

সেমি ফাইনালে রাফায়েল নাদালকে হারিয়ে মাদ্রিদ ওপেনের ফাইনালে জায়গা করে নেন এই সার্বিয়ান। আর কোয়ার্টারে রজার ফেদেরারকে হারিয়ে সেমিতে আসে সিটসিপাস। সেখান থেকে অস্ট্রিয়ান থিয়ামকে হারিয়ে ফাইনালে।

তবে ১৫ বারের গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচের সামনে যেন পাত্তায় পায়নি এই গ্রীক তারকা। মাত্র এক ঘন্টা ৩২ মিনিটেই নিজের ৩৩তম মাস্টার শিরোপা জয় করে নেন ৩১ বছর বয়সী এই সার্বিয়ান।

জোকোভিচ ৬-৩, ৬-৪ সরাসরি সেটে হারায় সিটসিপাসকে।

সারাবাংলা/এসএস

নোভাক জোকোভিচ মাদ্রিদ ওপেন