ভারতকে হারিয়ে বিশ্বকাপের সেরা মুহূর্ত বাংলাদেশের!
১৪ মে ২০১৯ ২০:২৭
ভারতকে হারিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেরা মুহুর্ত বাংলাদেশের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের অফিসিয়াল ফেইসবুক পেজ এবং ওয়েবসাইটে বিশ্বকাপের সেরা মুহূর্ত নির্বাচনের ভোট আয়োজন করে। আর সেখানে ভারতকে হারিয়ে সেরা মুহূর্তটি বাংলাদেশের।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসের সেরা মুহূর্ত নির্বাচনের জন্য ভোটের আয়োজন করে। আর সেরা মুহূর্ত নির্বাচনের জন্য বেছে নেওয়া হয় দুটি মুহূর্তকে।
প্রথমটি ২০১১ সালে ভারতের মাটিতে মহেন্দ্র সিং ধোনির ছক্কায় বিশ্বকাপ জয়ের মুহূর্ত। আর অন্যটি হলো ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করার মুহূর্ত।
আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেইসবুকের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে। আর নির্বাচনে ৫১ শতাংশ ভোট পেয়ে বাংলাদেশের জয়ের মুহূর্তটি জয়ী হয়েছে।
২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। রুবেলের করা ৪৮তম ওভারে দুই উইকেট তুলে নিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল টাইগাররা।
সারাবাংলা/এসএস