Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা আট ম্যাচ হারা পাকিস্তান জিতবে বিশ্বকাপ?


১৫ মে ২০১৯ ১১:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘনিয়ে আসছে ক্রিকেট বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচের বাকি আর মাত্র ১৫ দিন। প্রত্যেকটা দল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কে জিতবে? কে হারবে? তা নিয়ে ক্রিকেটবোদ্ধদের আলোচনার শেষ নেই।

ক্রিকেট বিশ্লেষকরা এবারের বিশ্বকাপের সেমি ফাইনালিস্ট হিসেবে সব থেকে বেশি বেছে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত এবং পাকিস্তানকে।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের র‍্যাংকিংয়ে ইংল্যান্ডের অবস্থান সবার উপরে। আর ইংলিশরা আছেও উড়ন্ত ফর্মে। খেলাটাও যখন ঘরের মাঠে ফেভারিট হিসেবে গণনায় তো থাকবেই তারা।

ভারত আছে র‍্যাংকিংয়ের দুইয়ে। অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে ২-০ তে এগিয়ে থাকা সিরিজ শেষ পর্যন্ত ২-৩ এ হারলেও বিশ্বকাপে পরিষ্কার ফেভারিট তারাও। আর বিশ্বকাপের শুরুর আগে অস্ট্রেলিয়া বিধ্বংসী রূপে ফিরবে না তা কীভাবে সম্ভব? বিশ্বকাপে জয়ের লড়াই পিছিয়ে থাকছে না বর্তমান চ্যাম্পিয়নরাও।

বিজ্ঞাপন

তবে ক্রিকেটবোদ্ধারা চতুর্থ দল হিসেবে বেশিরভাগ ভোটই দিয়েছেন পাকিস্তানকে। তাদের দলে দারুণ কিছু ক্রিকেটার আছে। তবে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স যে জঘন্য থেকে জঘন্যতর হচ্ছে।

জয়ের দেখা পায়নি শেষ আটটি ওডিআই ম্যাচের একটিতেও। আরও পেছনে গেল দেখা যায় শেষ ১৫ ম্যাচে জয় মাত্র ৪টি ম্যাচে। গেল বছর এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরেছিল এই পাকিস্তান দল।

এই পাকিস্তান দলে দারুণ কিছু ক্রিকেটার থাকলেও দল হিসেবে একদমই পারম্যান্স করে দেখাতে ব্যর্থ তারা। ইংল্যন্ডের মাটিতে বিশ্বকাপের পূর্বে শেষ সিরিজে ব্যাটসম্যানরা দারুণ পারফরম্যান্স করলেও বোলারদের অবস্থা করুণ।

শেষ পাঁচ ম্যাচের তিন ম্যাচের পাকিস্তানি বোলাররা ৩০০ এর অধিক রান দিয়েছে প্রতিপক্ষ দলকে। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওডিআইতে ৩৭৩, তৃতীয় ওডিআইতে ৩৫৮ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ম ওডিআইতে ৩২৮ রান দিয়েছিল পাকিস্তানি বোলাররা।

বিশ্বসেরা বোলিং লাইন আপ যেন কেবল খাতা কলমে আর ক্রিকেটবোদ্ধাদের বিশ্লেষণে। খেলার মাঠে চিত্র সম্পূর্ণ বিপরীত। ইংল্যান্ড বিশ্বকাপে এই পাকিস্তান কতদূর পৌঁছাবে তা কেবল বিশ্বকাপ শুরু হলেই জানা যাবে।

সারাবাংলা/এসএস

ইংল্যান্ড বিশ্বকাপ ২০১৯ পাকিস্তান পাকিস্তান-ইংল্যান্ড ওডিআই সিরিজ