Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সাকে ১৯ লাখ টাকা জরিমানা উয়েফার


১৮ মে ২০১৯ ১৩:১০

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সময়টা একদমই ভাল যাচ্ছে না বার্সেলোনার। টানা দুই মৌসুম লজ্জাজনক ভাবে হেরে বিদায়। আর সেই সাথে জরিমানাও গুনতে হচ্ছে বার্সাকে।

উয়েফার নিয়ম অনুযায়ী টটেনহাম হটস্পার্সের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ সঠিকভাবে আয়োজন করতে ব্যর্থ হয়ে বার্সা। আর একারণেই ২০ হাজার ইউরোর জরিমানা গুনতে হয়েছে কাতালান এই ক্লাবটিকে।

কেবল বার্সা নয়, এই তালিকায় আরও নাম আছে রূপকথা জন্ম দেওয়া অ্যায়াক্স, পোর্তো, টটেনহ্যামেরও। উয়েফার রুলস রেগুলেশন কমিটির বেধে দেওয়া নিয়ম লঙ্ঘন করায় এই বিভিন্ন শাস্তির সম্মুখীন হয়েছে ক্লাবগুলো।

অ্যায়াক্সকে প্রায় ৫৩ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। ক্রুইফ অ্যারেণায় জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে জুভেন্টাস ফুটবলারদের লক্ষ্য করে বোতল সহ নানান কিছু ছুঁড়ে মারে অ্যায়াক্স সমর্থকেরা। যা উয়েফার শৃঙ্খলা কমিটির নজর এড়ায়নি। তাই তো মৌসুমের শেষের দিকে এসে জরিমানা গুনতে হলো অ্যায়াক্সকে।

এছাড়াও শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন স্পার্স কোচ মাউরিসিও পচেত্তিনো। সাথে টটেনহ্যামকে গুনতে হয়েছে ১০হাজার ইউরোর জরিমানাও। পর্তুগিজ কাব পোর্তোকেও গুনতে হয়েছে প্রায় ৪৩ হাজার ইউরোর জরিমানা।

উয়েফা ক্লাবগুলোর শৃঙ্খলা রক্ষার ব্যাপারে বেশ গুরুত্ব দিয়ে থাকে। তবে এমৌসুমে তা যেন একটু বেশিই। তাই তো বড় বড় ক্লাবগুলোও ছাড় পায়নি শৃঙ্খলা ভঙ্গের দায়ে।

 

সারাবাংলা/এসএস

উয়েফা জরিমানা বার্সেলোনা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর