টানা সপ্তমবার বুন্দেসলিগা ঘরে উঠলো বাভারিয়ানদের
১৯ মে ২০১৯ ০৯:৫৮
জার্মান বুন্দেসলিগাকে যেন নিজেদের সম্পত্তি করে রেখেছে বায়ার্ন মিউনিখ। এ মৌসুম নিয়ে টানা সাতবার জিতল লিগ শিরোপা। লিগের শেষ ম্যাচে এন্ট্রাচট ফ্র্যাঙ্কফ্রুটের বিপক্ষে ৫-১ গোলের জয়ে নিশ্চিত হয় শিরোপা।
মৌসুমের শুরু থেকে বুরুশিয়া ডর্টমুন্ডের দিকে জয়ের পাল্লা ভারী থাকলেও শেষ পর্যন্ত বাভারিয়ানদের কাছ থেকে শিরোপা ছিনিয়ে নিতে ব্যর্থ। ৩৪ ম্যাচে ২৪ জয়, ৬ ড্র আর ৪ হার নিয়ে ৭৮ পয়েন্ট বায়ার্নের। আর মাত্র একটি জয় কম নিয়ে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় বুরুশিয়া ডর্টমুন্ড।
মৌসুমের শুরু থেকে বায়ার্ন থেকে সাত পয়েন্ট এগিয়ে ছিল ডর্টমুন্ড। তবে মৌসুমের মাঝে দিকে নিজেদের জয়ের রথ থেমে যায়। টানা কয়েক ম্যাচ ড্র করে পিছিয়ে যায় বাভারিয়ানদের থেকে।
আর সুযোগ হাত ছাড়া করেনি মিউনিখের ক্লাবটি। নিজেদের সেরাটা দিয়েই নিশ্চিত করেছে টানা সপ্তম বুন্দেসলিগা।
এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো রোবেন এবং রিবেরির বায়ার্ন অধ্যয়। ক্লাব ছাড়ছেন এক যুগ বায়ার্ন মিউনিখে কাটানো ফ্রেঞ্চ ফ্রাঙ্ক রিবেরি আর প্রায় দশ বছর ধরে বাভারিয়ানদের হয়ে খেলা আরিয়েন রোবেনও।
সারাবাংলা/এসএস