অবসরের আর্জি জানিয়েছেন যুবরাজ
২০ মে ২০১৯ ১৩:০৯
জাতীয় দলে ফেরার দরজা যে তার কার্যত বন্ধ সেটা ভালোমতোই বুঝে গিয়েছেন। তারপরও বিশ্বকাপের আগে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে আরও একবার জাতীয় দলে ফেরার সবরকমের চেষ্টা করেছিলেন যুবরাজ সিং। সেই চেষ্টায় সফল হতে পারেননি ২০১১ সালে বিশ্বকাপের সেরা এই ক্রিকেটার। তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথাই ভাবছেন তিনি।
শুধু আন্তর্জাতিক ক্রিকেটই না, যুবরাজ বোর্ডের অধীনে প্রথম শ্রেণির ক্রিকেট থেকেও অবসরের চিন্তা-ভাবনা চিন্তা করে ফেলেছেন বলে জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম। মূলত বিশ্ব জুড়ে আইসিসি অনুমোদিত টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে খেলার অনুমতি পেলে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেবেন যুবরাজ সিং।
আইপিএলের নিলামে অবিক্রিত থাকলেও শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিয়েছিল যুবিকে। এবারের চ্যাম্পিয়নও হয়েছে মুম্বাই। যুবরাজ এই আইপিএলে খেলেছেন শুরুর দিকের চারটি ম্যাচে। পরে আর সুযোগ মেলেনি ব্যাট হাতে নামার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর কাছে আবেদন জানাতে পারেন যুবি।
এরই মধ্যে কানাডা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ খেলার প্রস্তাব পেয়েছেন যুবি। সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ড্রাফটে নাম থাকলেও বোর্ডের কাছ থেকে অনুমতি পাননি অলরাউন্ডার ইরফান পাঠান। ঘরোয়া ক্রিকেট খেলেন বলে তাকে অনুমতি দেওয়া হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম হলো, আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের সঙ্গে জড়িত ক্রিকেটাররা আইপিএল ছাড়া অন্য কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে পারবেন না। যুবি ঠিক এই কারণেই বোর্ডের কাছে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তিভুক্ত হওয়ায় যুবরাজের ক্ষেত্রে কি নিয়ম প্রযোজ্য হবে সেটা খতিয়ে দেখতে সময় নিয়েছে বিসিসিআই। এক বোর্ড কর্তা জানিয়েছেন, বিসিসিআই সিদ্ধান্ত জানিয়ে দিলেই ইউরোপ, কানাডাসহ বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে যুবরাজ খেলতে পারবেন। এমন কী দুবাইয়ে টি-টেন লিগেও খেলতে পারবেন তিনি।
তিনি আরও জানান, ইরফানকে নাম প্রত্যাহার করে নিতে বলা হয়েছে। কিন্তু যুবরাজের ক্ষেত্রে ব্যাপারটা অন্য। সে ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিলেও বোর্ডের রেজিস্টার্ড টি-টোয়েন্টি প্লেয়ারই থাকবে, যেহেতু আইপিএলে খেলে। সে কারণে তার নিয়মটা খতিয়ে দেখতে হবে। তবে, টি-টেন লিগকে আইসিসি অনুমোদন দিলেও এখনও তা সর্বসম্মত ফরম্যাট না।
সারাবাংলা/এমআরপি
** ত্রিদেশীয় সিরিজ জয়ে রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের