Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসজি ছাড়ার ইঙ্গিত এমবাপের


২০ মে ২০১৯ ১৫:১০

রবিবার ফ্রেঞ্চ লিগ ওয়ানের সেরা ফুটবলারদের পুরস্কার প্রদান করা হয়। আর অনুমেয় ভাবেই এ মৌসুমের লিগ ওয়ানের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন কিলিয়ান এমবাপে।

সেরা ফুটবলারের পুরস্কার গ্রহণের মঞ্চে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন এই বিশ্বকাপ জয়ী ফুটবলার।

এমবাপে বলেন, ‘আমি আমার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে আছি। এখন আমাকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’

এমবাপে আরও যোগ করেন, ‘এখন সময় আরও অনেক দায়িত্ব নেওয়ার। সেটা হয়তো পিএসজির সাথেই অথবা নতুন কোন ক্লাবেও হতে পারে।’

এ মৌসুমে ২৮ ম্যাচে ৩২ গোল এবং ৯ এসিস্ট করে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন এই বিশ্বকাপ জয়ী ফ্রেঞ্চ ফুটবলার।

এমবাপেকে দলে ভেড়াতে চাতক পাখির মতোই চেয়ে আছে ইউরোপের বড় বড় ক্লাবগুলো। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদলের মৌসুম শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। আর এর ভেতরেই নানান ক্লাবে পাড়ি জমানোর সংবাদ ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যম গুলোতে।

আর এমবাপে এভাবে ক্লাব ছাড়ার ইঙ্গিতে হুমড়ি খেয়ে পড়বে ইউরোপের অন্যান্য ক্লাবগুলো। তবে তাকে দলে ভেড়ানো সহজ হবে না কোন ক্লাবের জন্যই। তার জন্য নেইমারের ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার রেকর্ডও ভাঙতে হতে পারে।

সারাবাংলা/এসএস

কিলিয়ান এমবাপে ফ্রেঞ্চ ফুটবলার লিগ ওয়ান সেরা ফুটবলার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর