Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ হকি: ক্যাম্পে ডাক পেলেন ৩৪ খেলোয়াড়


২২ মে ২০১৯ ১৮:৩৬

ঢাকা: নির্বাচনী ডামাডোল নিয়েই পার হয়ে গেছে আট মাস। এর মধ্যে মাঠে গড়ায়নি কোনও খেলা। হকি স্টিকও তাই জায়গা পায়নি নীল টার্ফে। নির্বাচন শেষে নতুনের আহ্বানে নারীদের ক্যাম্প শুরু হয়েছে। দ্বিতীয় বিভাগ লিগ শুরু হচ্ছে। এবার জাতীয় পুরুষ হকি দলেরও কার্যক্রম শুরু হচ্ছে।

১৫-২১ জুলাই থাইল্যান্ডে এশিয়ার জায়ান্ট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। হাতে আছে দুই মাসেরও কম সময়। এর মধ্যেই টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য ৩৪ খেলোয়াড়কে মনোনিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।

বিজ্ঞাপন

মনোনিত হকি খেলোয়াড়দের নিয়ে আবাসিক ক্যাম্প ও প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ২টায় কোচ জাহিদ হোসেন রাজু ও আশিকউজ্জামান এর নিকট খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। ডাক পাওয়া খেলোয়াড়রা বেশিরভাগই আগের ক্যাম্পেও ছিলেন। এবারও অভিজ্ঞ জিমি-মিমো-নিলয় আছেন তালিকায়।

মনোনিত ৩৪ জন খেলোয়াড়:
অসীম গোপ (জিকে), আবু সাঈদ নিপ্পন (জিকে), বিপ্লব কুজুর (জিকে), আল আমিন মিয়া (জিকে), মঈনুল ইসলাম কৌসিক, মো: আরশাদ হোসেন, মো: মাহবুব হোসেন, দ্বীন ইসলাম ইমন, ইমরান হাসান পিন্টু, সারোয়ার মোর্শেদ শাওন, মো: খোরশেদুর রহমান, শফিউল আলম শিশির, মো: ফরহাদ আহমেদ শিতুল, হাসান জুবায়ের নিলয়, মো: আশরাফুল ইসলাম, মো: মহসীন, কামরুজ্জামান রানা, আবেদ উদ্দিন, সোহানুর রহমান সবুজ ২৭. প্রিন্স লাল সামন্ত, সারোয়ার হোসেন, রেজাউল করিম বাবু, রোমান সরকার, মেহেদী হাসান, নাঈম উদ্দিন, তাহের আলী, ফজলে হোসেন রাব্বি, মো: রাকিন, রাসেল মাহমুদ জিমি, রাজু আহমেদ তপু, পুস্কর খীসা মিমো, আল নাহিয়ান শুভ, মিলন হোসেন, সিফাত আহমেদ।

সারাবাংলা/জেএইচ

ইনডোর এশিয়া হকি কাপ বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর