মামুনুল, সাদদের নিয়ে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
২২ মে ২০১৯ ২১:৪৯
বিশ্বকাপের প্রাক বাছাইপর্বে বাংলাদেশের সামনে লাওস। আগামী মাসের ৬ তারিখ ভিয়েনতিয়েনে লাওসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ বাংলাদেশের। ফিরতি ম্যাচ ঢাকায় ১১ জুন। এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৯ জনের প্রাথমিক দল তৈরি করেছে।
ছিটকে যাওয়ার ভয়টা আছে জাতীয় দলের। কেননা লাওসের বিপক্ষে না জিতলে নির্বাসনে যেতে পারে বাংলাদেশ। দুই ম্যাচ মিলিয়ে এগিয়ে থেকে বিশ্বকাপের মূল বাছাইপর্ব নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন প্রাথমিক স্কোয়াডে আছেন। মাঝে কম্বোডিয়া ম্যাচের প্রাথমিক দলে থাকলেও মূল স্কোয়াডে থাকতে পারেননি। কম্বোডিয়ার বিপক্ষে শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন শেখ রাসেলের মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা। এ ছাড়া চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন ডিফেন্ডার তপু বর্মন ও মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ। ইনজুরি থেকে ফিরে ঢাকা আবাহনীর হয়ে মাঠে ফেরা সাদ উদ্দীন ফিরেছেন দলে। এর আগেও সাদ এশিয়ান গেমসে লাল-সবুজের প্রতিনিধিত্ব করেছেন গত বছরে। সেই টুর্নামেন্টেই ইনজুরিতে পড়ে বহু মাস পুনর্বাসনে ছিলেন।
আরামবাগ ক্রীড়া সংঘের উসাইন বোল্ট খ্যাত আরিফুর রহমান ইনজুরি সেরে মাঠে নেমেছেন। কম্বোডিয়া ম্যাচের স্কোয়াডে থাকা এই ফুটবলার ফিরেছেন জাতীয় দলে। বসুন্ধরা কিংসের ইমন বাবুও ফিরেছেন লাল-সবুজ শিবিরে।
চূড়ান্ত স্কোয়াড নিয়ে থাইল্যান্ডে ১০ দিনের ক্যাম্পে ২৪ তারিখ রওনা দিবে বাংলাদেশ দল। থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ৩ জুন লাওসের উদ্দেশ্যে রওনা দেবে লাল-সবুজরা।
দেশের ফুটবল সমর্থকদের পুরো মনোযোগ এখন বিশ্বকাপের প্রাক বাছাইপর্ব নিয়ে। চূড়ান্ত বাছাইপর্বে খেলার আশা টিকে থাকবে লাওসকে হারালেই। র্যাংকিংয়ে এগিয়ে থাকা লাওস (১৮৪) পরীক্ষা নেবে বাংলাদেশের (১৮৮)। প্রচণ্ড চাপের মধ্য দিয়েই খেলতে হবে লাল-সবুজ জার্সিধারীদের।
আশার বানী হলো, গত দুই বছরে এখনও একটা ম্যাচ জিততে পারেনি লাওস! ২০১৮ ও ২০১৯ সাল মিলিয়ে ১০ ম্যাচ খেলেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দলটি। এখনও কোনও ম্যাচে জয়ের দেখা পায়নি দলটি। গত বছরে বাংলাদেশের সঙ্গে দু’বারের সাক্ষাতে ঘরের মাটিতে ২-২ ব্যবধানে ড্র আর বঙ্গবন্ধু গোল্ড কাপে ১-০ ব্যবধানে হেরেছিল লাওস। যেটা একটা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে লাল-সবুজদের। অন্যদিকে এই দু’বছরে কম্বোডিয়া, ভুটান ও লাওসকে হারিয়েছে বাংলাদেশ। গত বছর অনূর্ধ্ব-২৩ এশিয়ান গেমসে দেশের ইতিহাস গড়ে নক আউট পর্বেও পা রেখেছিল জামাল ভূঁইয়ারা।
বাংলাদেশের প্রাথমিক দল:
গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান ও মাজহারুল ইসলাম।
রক্ষণভাগ: টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া, মনজুর রহমান মানিক, রিয়াদুল হাসান, নাসিরউদ্দিন চৌধুরী ও ওয়ালি ফয়সাল।
মাঝমাঠ: ইমন মাহমুদ, সোহেল রানা, জামাল ভূঁইয়া, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম ও রাকিব হোসেন।
আক্রমণভাগ: নাবিব নেওয়াজ জীবন, রুবেল মিয়া, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ, সাদ উদ্দীন ও আরিফুর রহমান।
সারাবাংলা/এমআরপি