বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ অনলাইনে দেখাবে শুধুমাত্র র্যাবিটহোল
২৫ মে ২০১৯ ১৫:৩২ | আপডেট: ২৫ মে ২০১৯ ১৬:২৪
৩০ জুন থেকে শুরু হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। এর আগে দলগুলো নিজেদের প্রস্তুত করে নিতে খেলবে প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো বাংলাদেশের দর্শকরা অনলাইনে দেখতে পাবেন ব্রডকাস্টিং অ্যাপ র্যাবিটহোলে।
শনিবার (২৫ মে) দুপুর ৩টা ৩০ মিনিটে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং ভারত মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের। ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করছে র্যাবিটহোল অ্যাপ।
র্যাবিটহোলে অ্যাপ এর মাধ্যমে বাংলাদেশের দর্শকরা ম্যাচটি লাইভ দেখতে পারবেন বিনামূল্যে। এজন্য র্যাবিটহোল অ্যাপটি ডাউনলোড করতে হবে। এন্ড্রয়েড ব্যবহারকারীরা https://goo.gl/UNCWS2 এবং আইওস ব্যবহারকারীদের জন্য https://goo.gl/vJjyyL
উল্লেখ্য, বিশ্বকাপে আইসিসির ব্রডকাস্টিং পার্টনার র্যাবিটহোল। ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি খেলা বাংলাদেশে অনলাইনে দেখানোর একমাত্র স্বত্ব র্যাবিটহোল বিডির।
সারাবাংলা/আইই