পাকিস্তানকে হারানোর পর ৪৩ আফগান আটক
২৫ মে ২০১৯ ১৯:৩৮
হারের বৃত্তে থেকে বিশ্বকাপ খেলতে যাওয়া পাকিস্তান প্রস্তুতি ম্যাচে হেরে গেছে আফগানিস্তানের কাছে। পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে নিজেদের প্রস্তুতির জানান দিয়েছে মোহাম্মদ নবী, রশিদ খান, গুলবাদিন নাইবদের দলটি। আর নিজেদের এমন জয়ে একটু বেশিই উচ্ছ্বসিত হয়ে পড়েছিল আফগান নাগরিকরা।
ব্রিস্টলে পাকিস্তান ৪৭.৫ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ২৬২ রান। জবাবে, ২ বল আর ৩ উইকেট হাতে রেখে আফগানরা জয় তুলে নেয়।
এর পরেই আফগানিস্তানে শুরু হয় জয়ের উল্লাস। আফগানরা শহরের বিভিন্ন জায়গায় আনন্দ-উল্লাস প্রকাশ করতে গিয়ে ফাঁকা গুলিবর্ষণ শুরু করে। আতশবাজিতে গোটা দেশ কেঁপে উঠলে তাতে ভীতির সঞ্চার হয়।
এমন অবস্থায় বসে ছিল না দেশটির সরকার। কাবুল থেকে গুলিবর্ষণকারীদের আটক করা হয়।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, কাবুলের বিভিন্ন স্থান থেকে প্রায় ৪৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছে তাজা বুলেটও পাওয়া যায়। বিক্ষিপ্ত এই ঘটনায় নিজেদের গুলিতে এবং আতশবাজিতে কমপক্ষে ১২ জন আহত হন। শহরের বাসিন্দাদের মাঝে ভীতি ছড়িয়ে এমন উল্লাসের কারণে তাদের আটক করা হয়।
সারাবাংলা/এমআরপি