Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কীর্তি কেবল মেসিরই


২৬ মে ২০১৯ ১৭:৩০

শনিবার সেভিয়ার স্তাদিও বেনিতো ভিয়ামারিনে কোপা দেল রে’র ফাইনালে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয় বার্সেলোনা। ফাইনালে ২-১ গোলের ব্যবধানে হেরে হাতছাড়া হয় শিরোপা। তবে ব্যক্তিগত অর্জনে নতুন আরও একটি পালক যুক্ত হয়েছে লিওনেল মেসির।

স্প্যানিশ কোপা দেল রে’র শিরোপা হাতছাড়া হলেও মেসি নিজের দখলে নিয়েছেন আরও একটি রেকর্ড। প্রথম ফুটবলার হিসেবে ছয়টি কাপ ফাইনালে গোল করেন মেসি। এর আগে এই রেকর্ডটি তেলমো জারার দখলে ছিল।

বিজ্ঞাপন

কেবল ছয়টি ফাইনালেই গোল করেননি মেসি, সেই সাথে আছে টানা তিনবার গোল করারও রেকর্ড। যে রেকর্ড আছে মাত্র দুইজন ফুটবলারের। তেলমো জারা এবং ম্যানুয়েল প্রাস্ট এর আগে স্প্যানিশ কাপে টানা তিন ফাইনালে গোল করেছেন।

টানা চার ফাইনালে গোল করার রেকর্ডও আছে মাত্র দুইজন ফুটবলারের। রিয়াল মাদ্রিদ লেজেন্ড ফেরঙ্ক পুস্কাস আর ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র যৌথভাবে ভাগ বসিয়েছেন এই রেকর্ডে।

চলতি মৌসুমে ৫১ গোল করে ইতি টানলেন লিওনেল মেসি। তার সামনে লক্ষ্য ১৪ জুন থেকে ব্রাজিলে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে শিরোপা জয়।

সারাবাংলা/এসএস

ফাইনাল ফুটবল রেকর্ড লিওনেল মেসি স্প্যানিশ কোপা দেল রে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর