Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেভিওয়েট ভারতকে থামিয়ে দিয়েছিল লঙ্কানরা


২৬ মে ২০১৯ ২০:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ১৯৭৯, শ্রীলঙ্কা বনাম ভারত (গ্রুপ পর্ব, ম্যানচেস্টার)। তখন ছিল সাদা পোশাকের ওয়ানডে ম্যাচ, প্রতিটি দলের ছিল ৬০ ওভার করে ম্যাচ খেলার সুযোগ। ১৮ জুন, ১৯৭৯। শ্রীলঙ্কা আইসিসির সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল। ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছিল দুর্বল দল হিসেবেই।

ভারতীয় দলে তখন সুনীল গাভাস্কার, কপিল দেব, দিলীপ ভেংসরকার, মহিন্দর অমরনাথ, বিষেন সিং বেদির মতো বিশ্বকাঁপানো তারকা। হেভিওয়েট সেই ভারতের বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক আনুরা তেনেকুন ইনজুরির কারণে গেলেন ছিটকে।

ভারতের বিপক্ষে সেই ম্যাচে মাঠে নামা হলো না তেনেকুনের। শ্রীলঙ্কার অধিনায়কত্বের দায়িত্ব পান বান্দুলা ওয়ার্ণাপুড়া। তার আগে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে উড়ে যায় লঙ্কানরা। নিজেদের পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়। নিজেদের তৃতীয় ম্যাচে লঙ্কানরা ভারতের বিপক্ষে খেলতে নেমে জিতেছিল ৪৭ রানে।

বিজ্ঞাপন

প্রথমে ব্যাট করে লঙ্কানরা ৬০ ওভারে ৫ উিইকেট হারিয়ে ২৩৮ রান তোলে। উইকেটকিপার ব্যাটসম্যান সুনিল ওয়েতিমুনি করেন ৬৭ রান, রয় ডায়াস করেন ৫০ রান, দিলীপ মেন্ডিস করেন ৬৪ রান। ভারতের মহিন্দর অমরনাথ ৩ উইকেট নেন ৪০ রান খরচায়।

জবাবে ৫৪.১ ওভারে ১৯১ রানে অল আউট হয় হেভিওয়েট ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন দিলীপ ভেংসরকার। শ্রীলঙ্কার টনি ওপথা ৩১ রানের বিনিময়ে নেন ৩ উইকেট, সোমাচন্দ্র ডি সিলভা ২৯ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। আর ম্যাচ সেরা হন দিলীপ মেন্ডিস।

সারাবাংলা/এসবি/এমআরপি

১৯৭৯ বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ভারত শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর