Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুযোগ পেলে আবার দেখিয়ে দেবেন মোসাদ্দেক


২৬ মে ২০১৯ ২১:১৩ | আপডেট: ২৬ মে ২০১৯ ২১:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কার্ডিফ থেকে: সিট একটি, প্রার্থী দুই জন। দুজনই দারুণ ফর্মে। এক ম্যাচে সাব্বির ব্যাটে ঝড় তোলেন তো আরেক ম্যাচে ঝড়ো ইনিংসে প্রতিপক্ষকে উড়িয়ে দেন মোসাদ্দেক হোসেন সৈকত। কেউই কারো চাইতে কম যান না। কিন্তু সমস্যা অন্য জায়গায়। টিম কম্বিনেশন বিবেচনায় এক ম্যাচে দুজনকেই একাদশে খেলানো সম্ভব নয়। তাহলে সমাধান কী? সমাধান একটিই; কোনো ম্যাচে মোসাদ্দেক খেলতে চাইলে সাব্বিরের অশুভ কামনা করতে হবে। সাব্বিরের ক্ষেত্রেও সমাধান তাই।

তবে অকল্যানকর সেই পথে হাঁটতে চাইছেন না টাইগার লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। বিশ্বকাপে একাদশে জায়গা পেতে নিজেকে প্রমাণ করেই টিম ম্যানেজমেন্টের আস্থা পেতে চাইছেন।

বিজ্ঞাপন

কার্ডিফে জানালেন, ‘আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব। কেউ খারাপ করলে আমি যাব, এভাবে ভাবতে চাই না। চাই বাংলাদেশ দল ভালো করুক। যদি আমার সুযোগ আসে আমি চেষ্টা করব।’

রোববার (২৬ মে) সোফিয়া গার্ডেনসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর মিক্সড জোনে সংবাদ মাধ্যমকে তিনি একথা বলেন।

ত্রিদেশীয় সিরিজের পর বিশ্বকাপের মূল আসরে নিজ নিজ জায়গা পাকাপোক্ত করতে পাকিস্তান ও ভারতের মধ্যকার এই দুটি প্রস্তুতি ম্যাচকেই সাব্বির, সৈকতের জন্য পরীক্ষার মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। কিন্তু প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় দুজনের কেউই প্রথম পরীক্ষায় নামতে পারেননি। এতে করে কিছুটা হতাশ মোসাদ্দেক হোসেন সৈকত।

সারাবাংলা.নেটের প্রতিবেদকের কাছে জানালেন, ‘একটু তো হতাশার ব্যাপার। কেননা আমরা ওভাবেই প্রস্তুতি নিয়েছি, ম্যাচ খেলার মতো করে। বৃষ্টির ওপরে কারো হাত নেই সবাই সেটা জানি। খেলাটা হলে আমাদের জন্য ভালো হত। তারপরেও বলব আমাদের প্রস্তুতি ভালো আছে। আমরা সবশেষ খুব ভালো একটি সিরিজ শেষ করে এসেছি। ম্যাচ হয়নি, তাই এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। সামনে ভারতের বিপক্ষে ম্যাচ আছে সেটা দিয়ে বিশ্বকাপের আরেকটু প্রস্তুতি নেওয়া যাবে।’

আর সেই ম্যাচে সুযোগ পেলে আরেকবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালের ম্যাচে স্মৃতি ফেরাবেন বলে প্রত্যয় ব্যক্ত করলেন এই অলরাউন্ডার, ‘শেষ ম্যাচে যেভাবে ব্যাটিং করেছি, চাইব সেভাবেই ব্যাটিং করতে। দলকে যতটুকু সমর্থন দেওয়া যায় ঠিক ততটুকু। এই ম্যাচে হয়নি। পরের ম্যাচে চেষ্টা করব নিজেদের সেরাটা দেওয়ার। আর বিশ্বকাপের পুরোপুরি প্রস্তুতি নেওয়ার।’

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ স্পেশাল মোসাদ্দেক হোসেন সাব্বির

বিজ্ঞাপন

কুয়েটে ক্লাস শুরু
২৯ জুলাই ২০২৫ ১১:৪০

আজও 'সহনীয়' ঢাকার বাতাস
২৯ জুলাই ২০২৫ ১০:৫০

আরো

সম্পর্কিত খবর