তামিমের সর্বকালের সেরা একাদশে সাকিব
২৭ মে ২০১৯ ১৯:২৫
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তামিম ইকবালকে পছন্দমতো সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ বাছাই করতে বলে। একাদশ সাজিয়েছেন তামিম, তার একাদশে জায়গা পেয়েছেন টাইগারদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে খেলছেন এমন তিনজন রয়েছেন তামিমের একাদশে, বাকি আটজনই সাবেক।
তামিমের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে ভারতের ৪ জন জায়গা পেয়েছেন। অধিনায়ক হিসেবে বাঁহাতি এই ওপেনার বেছে নিয়েছেন ভারতের হয়ে ২০১১ সালে বিশ্বকাপ জেতা দলপতি মহেন্দ্র সিং ধোনিকে। ধোনি ছাড়াও তামিমের একাদশে আছেন ওপেনার বিরেন্দ্রর শেওয়াগ, শচীন টেন্ডুলকার এবং ভারতের বর্তমান দলপতি বিরাট কোহলি। তিন নম্বরে কোহলিকে রাখা হয়েছে।
পাকিস্তান ও অস্ট্রেলিয়া থেকে দুইজন করে জায়গা করে নিয়েছেন। এছাড়া শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা থেকে একজন করে জায়গা পেয়েছেন তামিমের একাদশে। রিকি পন্টিং ছাড়াও অস্ট্রেলিয়া থেকে আছেন পেসার গ্লেন ম্যাকগ্রা। পাকিস্তানের কিং অব সুইং ওয়াসিম আকরাম আর গতিদানব শোয়েব আখতার আছেন এই একাদশে। লঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরন এবং প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসকে রেখেছেন তামিম।
তামিমের পছন্দের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ:
শচিন টেন্ডুলকার (ভারত), বিরেন্দ্রর শেওয়াগ (ভারত), বিরাট কোহলি (ভারত), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, ভারত), ওয়াসিম আকরাম (পাকিস্তান), শোয়েব আখতার (পাকিস্তান), গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) ও মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)।
সারাবাংলা/এমআরপি