Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রফিকের কাছে ‘বিশ্বকাপ বিশ্বকাপই’


২৭ মে ২০১৯ ২১:৫৬

ত্রিদেশীয় সিরিজে দাপুটে পারফরম্যান্সে টাইগারদের শিরোপা জয়ের পর এদেশের অগনিত ক্রীড়ামোদি ও ক্রিকেট বোদ্ধা বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করেছেন। তিন জাতির টুর্নামেন্টের চারটি ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ডকে লাল সবুজের দল যে প্রবল বিক্রমে নাস্তানাবুদ করেছে তাতে ক্রিকেটপ্রেমীদের মনে হয়েছে, ‘সেমি ফাইনাল না, এই দলটি বিশ্বকাপের ফাইনালে খেললেও অবাক হওয়ার কিছু থাকবে না।’

বিজ্ঞাপন

শুধু বাংলাদেশেরই কেন? ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়াও মাশরাফিদের সেমির উজ্জ্বল সম্ভাবনা নিয়ে সরব হয়েছেন। এসব অবশ্য আশার কথা, সম্ভাবনার কথা।

টাইগারদের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক জানালেন তার কথা। ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। বিশ্বকাপের দলগুলো শক্তিমত্তা ও মাঠের রণকৌশলে অনেক এগিয়ে। যদিও ওয়েস্ট ইন্ডিজ তাদের পুরো শক্তিমত্তা নিয়ে নামেনি। উইন্ডিজ ছাড়া বিশ্বকাপে বাংলাদেশ যে দলগুলোকে মোকাবেলা করবে তারা সবাই র‌্যাংকিংয়ে এগিয়ে। টাইগারদের থেকে পিছিয়ে নামবে শ্রীলঙ্কা আর আফগানিস্তানও। বিশ্বকাপের মতো টুর্নামেন্টের হাইপ থাকবে অনেক, ম্যাচগুলো হবে উত্তাপে ঠাসা। প্রতিটি ম্যাচই হবে হাইভোল্টেজের।

সারাবাংলা.নেটের সঙ্গে কথা বলতে গিয়ে রফিক জানালেন, ‘প্রধান বিষয় হলো ওইটা (ত্রিদেশীয় সিরিজ) একটা আলাদা টুর্নামেন্ট ছিল। তাছাড়া আয়ারল্যান্ড অত শক্তিশালী নয়। ওয়েস্ট ইন্ডিজও তাদের বিশ্বকাপ স্কোয়াড খেলায়নি। এই দুই দলের সাথে টপ লেভেলের দলকে মেলালে হবে না। এখন আপনি খেলবেন টপ লেভেলের দলগুলোর সাথে। ট্রাইনেশনে চ্যাম্পিয়ন হয়েছেন বলে বিশ্বকাপেও সেমি ফাইনাল, ফাইনাল খেলে ফেলবেন এটা ভুল ধারণা। বিশ্বকাপ বিশ্বকাপই।’

কেবল টুর্নামেন্টের ধরণই নয়, ফরম্যাটেও বাংলাদেশের সেমি ফাইনালের অন্তরায় হতে পারে বলে শঙ্কা সাবেক এই বিশেষজ্ঞ টাইগার স্পিনারের, ‘এ বছরের বিশ্বকাপটা অত সহজ হবে না। প্রতিটি দলের সাথেই প্রতিটি দলের খেলা। আগে গ্রুপ পর্ব হতো, এখন কিন্তু তা নেই। অনেক কঠিন খেলা হবে। আমি বলব না, বাংলাদেশ সেমি ফাইনাল বা ফাইনালে খেলবে না। আমি বলব ম্যাচ বাই ম্যাচ জিতুক।’

বিজ্ঞাপন

বলছিলেন ম্যাচ বাই ম্যাচ জয়ের কথা, সেটা করতে হলে বাংলাদেশকে কী করতে হবে? সারাবাংলা.নেটের করা এমন প্রশ্নে রফিকের উত্তর, ‘সিনিয়র যে পাঁচজন আছে তাদের ভালো খেলতেই হবে। জুনিয়রদেরও ভূমিকা রাখতে হবে। মাশরাফি ভাই, সাকিব ভাই, তামিম ভাই তো আছেই এটা মনে করলে চলবে না। সময় এসেছে তাদের (জুনিয়র) প্রমাণ দেওয়ার।‘

ব্যাট-বলে কী করতে হবে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো পরামর্শ দিলেন না রফিক। শুধু এতটুকুই বললেন, ত্রিদেশীয় সিরিজের ধারাবাহিকতা যেন বিশ্বকাপেও থাকে। আমি কথায় বিশ্বাসী নই, কাজে। আমরা তো বলিই বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। কিন্তু সেটা তো কথায় হবে না, কাজে প্রমাণ দিতে হবে। এখানে ওই পারফরম্যান্সটা ধরে রাখা গুরুত্বপূর্ণ। ত্রিদেশীয় সিরিজে যে পারফরম্যান্সটা তারা করেছে এখানেও সেটা করুক। আমার বিশ্বাস মাশরাফিরা ভালো কিছুই করবে।’

রফিক স্পষ্ট করে বলেননি সত্যি। কিন্তু তার শেষ মন্তব্যে এটা স্পষ্ট যে ত্রিদেশীয় সিরিজের ধারাবাহিকতা বিশ্বকাপেও টাইগাররা ধরে রাখতে পারলে নিশ্চয়ই অবিষ্মরণীয় কিছুই হতে চলেছে।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার বিশ্বকাপ স্পেশাল মোহাম্মদ রফিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর