Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভালো খেলেছে জামাল ভূঁইয়ারা’


২৮ মে ২০১৯ ২২:২৪

নিজেদের লেভেলটা জানতে প্রথম প্রস্তুতি ম্যাচটা কেমন খেললো বাংলাদেশ? রেজাল্ট বলছে ১-১ ব্যবধানে থাই লিগের দ্বিতীয় স্তরের ক্লাব এয়ার ফোর্স ইউনাইটেডের সঙ্গে ড্র করেছে জামাল-বিপলুরা। তবে, এদিকে যাদের সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের কঠিন চ্যালেঞ্জ, সেই লাওস আজ লঙ্কানদের হারিয়ে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে দিয়েছে।

প্রায় দুই মাস আগে থেকেই বিশ্বকাপ প্রাক বাছাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে লাওস। মাঝে নিজেদের যোগ্যতা বিচারে শ্রীলঙ্কার সঙ্গে প্রীতি ম্যাচও খেলে ফেলেছে তারা। ম্যাচে এক গোলে পিছিয়ে থেকে প্রত্যাবর্তনের গল্প লিখে লঙ্কান বধ করেছে লাওস দল।

বিজ্ঞাপন

তাদের বিপক্ষেই মূলত মূল চ্যালেঞ্জটা নিতে হবে লাল-সবুজদের। সেজন্য বিপিএলে ব্যস্ত থাকা ফুটবলাররাই এখন থাইল্যান্ডে ১০ দিনের বিশেষ ক্যাম্পে। নিজেদের লেভেল বোঝার ম্যাচটাও আজ খেলে ফেলেছে জামাল-মামুনরা। ম্যাচটাতে ইতিবাচক দিক বলতে গোলের মুখ দেখেছে ফুটবলাররা। মিডফিল্ডার বিপলুর পায়ে ধরা দিয়েছে গোল। অন্যদিকে গোলও হজম করতে হয়েছে তপু-ফাহাদহীন দুর্বল রক্ষণ নিয়ে। সেটা অবশ্য দুশ্চিন্তার কারণ হতে পারে।

এসব নিয়ে ম্যাচ শেষে আলোচনা করেছেন প্রধান কোচ জেমি ডে। অবশ্য ফুটবলারদের খেলা নিয়ে ইতিবাচক এই ইংলিশ কোচ। বললেন, ‘ছেলেরা ভালো খেলেছে। উন্নতির আরও অনেক জায়গা আছে।’

উন্নতি করতে হবে আরও। অন্তত লাওস ম্যাচের আগে নিজেদের পুরোপুরি প্রস্তুত রাখার চ্যালেঞ্জ নিতে হবে সবার।

থাইল্যান্ডে ১০ দিনের বিশেষ ক্যাম্প মূলত বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের ম্যাচ লাওসকে ঘিরে। ৫ জুন লাওসের মাটিতে খেলবে বাংলাদেশ। ১১ জুন লাওসকে আতিথ্য জানাবে লাল-সবুজরা।

বিজ্ঞাপন

এ ম্যাচকে ঘিরেই যত পরিকল্পনা দু’দলের। সেই পরিকল্পনার একটা অংশ হলো প্রস্তুতি ম্যাচ খেলা। থাইল্যান্ডের দুটি ক্লাবের সঙ্গে ম্যাচের লক্ষ্য নিয়ে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ছিল নিজেদের লেভেলটা বোঝাপড়ার লক্ষ্য। সেই লক্ষ্যে প্রথম ম্যাচে ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। লাওস ম্যাচের আগে আরও একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ জুন দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ব্যাংকক গ্লাস পাথুম ইউনাইটেড। ৩ জুন লাওসের উদ্দেশ্যে রওনা দেবে লাল-সবুজরা।

বাংলাদেশের চূড়ান্ত দল:
গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো ও মাজহারুল ইসলাম।
রক্ষণভাগ: টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া, রিয়াদুল হাসান, নাসিরউদ্দিন চৌধুরী।
মাঝমাঠ: ইমন মাহমুদ, সোহেল রানা (আবাহনী), জামাল ভূঁইয়া, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম মামুন ও রাকিব হোসেন।
আক্রমণভাগ: নবীব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ ও আরিফুর রহমান।

সারাবাংলা/জেএইচ/এমআরপি

প্রস্তুতি বাংলাদেশ লাওস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর