Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনন্য কীর্তিতে নাম লেখানোর অপেক্ষায় আমলা


৩০ মে ২০১৯ ১৩:১২

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ড। আর এই ম্যাচে প্রোটিয়া ব্যাটসম্যান হাশিম আমলার সুযোগ থাকছে ভারতীয় রানমেশিন বিরাট কোহলিকে টপকে যাওয়ার। ৯০ রান করতে পারলে আমলা কোহলির দীর্ঘদিনের রেকর্ড ভেঙে ফেলবেন।

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৮ হাজার রান করার তালিকায় শীর্ষে কোহলি। ২০১৭ সালের ১৫ জুন বাংলাদেশের বিপক্ষে ৮ হাজারি ক্লাবে প্রবেশ করেছিলেন কোহলি। সেটি ছিল তার ক্যারিয়ারের ১৭৫তম ইনিংস।

বিজ্ঞাপন

১৭১ ইনিংসে ব্যাট করে আমলা করেছেন ৭ হাজার ৯১০ রান। আজ ৯০ রান করলেই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সময়ে ৮ হাজারি ক্লাবে প্রবেশ করবেন আমলা। সেটিও কোহলিকে টপকে। তিন ইনিংস কম খেলেই আমলা এই মাইলফলক স্পর্শ করার সুযোগ পাচ্ছেন।

শুধু তাই নয়, আমলা ওয়ানডে ক্রিকেটের এমন একটি স্থান ধরে রেখেছেন যা অন্য কারো নেই। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ২ হাজার, ৩ হাজার, ৪ হাজার, ৫ হাজার, ৬ হাজার এবং ৭ হাজার রানের মালিক আমলা। আগামী তিন ইনিংসে তিনি যদি ৯০ রান করতে পারেন তাহলে ২ হাজার থেকে ৮ হাজার রানের দ্রুততম মালিক বনে যাবেন এই প্রোটিয়া তারকা।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিরাট কোহলি হাশিম আমলা

বিজ্ঞাপন

অটোরিকশা সংকটের সমাধান কোথায়?
২৬ নভেম্বর ২০২৪ ১৮:৪৬

আরো

সম্পর্কিত খবর