উয়েফার আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ
৩০ মে ২০১৯ ১৭:৩৫
ঢাকা: ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) উন্নয়ন পরিকল্পনার আওতায় ছেলেদের অনূর্ধ্ব-১৬ চার জাতি আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজক দেশ হয়েছে বাংলাদেশ। গত বছর টুর্নামেন্টটি আয়োজন করেছিল থাইল্যান্ড। সেবার অনূর্ধ্ব-১৫ সাফ জয়ী মেহেদী-উচ্ছ্বাসরা সেখানে অংশ নিয়েছিল।
এর মধ্যে এএফসির বরাতে উয়েফার কাছে এই টুর্নামেন্টের আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাতে সম্মতি দিয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।
বাফুফে সূত্রে জানা যায়, অনূর্ধ্ব-১৬ ছেলেদের আন্তর্জাতিক চার জাতির এই টুর্নামেন্টটি হবে চলতি বছরের ১৬ থেকে ২০ অক্টোবর। অংশ নিবে বাংলাদেশসহ আরও তিনটি দেশ। একটি ইউরোপের দেশ, একটি আসিয়ান ও একটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ এই টুর্নামেন্টে অংশ নিবে।
বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সারাবাংলাকে বলেন, ‘এমন টুর্নামেন্ট আয়োজন করতে পারা দেশের ফুটবলের জন্য ভালো। আমরা আয়োজক দেশ হিসেবে ভালো কিছু আশা করছি। এবং একাডেমিতে থাকা অনূর্ধ্ব ১৬ দলটিই অর্থাৎ সাফ চ্যাম্পিয়নরাই টুর্নামেন্টটিতে অংশ নিবে।’
এর আগেও উয়েফার অর্থায়নে ৬ থেকে ১৪ ডিসেম্বর থাইল্যান্ডের বুরিরামে অনুষ্ঠিত হওয়া চার জাতি অনূর্ধ্ব–১৫ ফুটবল টুর্নামেন্ট অংশ নিয়েছিল বাংলাদেশ। মেহেদীদের প্রতিপক্ষ ছিল ইউরোপিয়ান দেশ সাইপ্রাস, মালদ্বীপ ও থাইল্যান্ড।
তিন ম্যাচ শেষে পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ।
সারাবাংলা/জেএইচ