ইংল্যান্ড বিশ্বকাপের সব ‘প্রথম’
৩১ মে ২০১৯ ১০:২৩
ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর বসেছে ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে। আর এবারের বিশ্বকাপের সব প্রথম নিয়েই তথ্য সমারোহ।
প্রথম ম্যাচ – ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা।
প্রথম টস জয়ী – দক্ষিণ আফ্রিকা
প্রথম বল – ইমরান তাহির
প্রথম রান- জেসন রয়
প্রথম আউট- জনি বেয়ারেস্ট্রো
প্রথম উইকেট- ইমরান তাহির
প্রথম ক্যাচ- কুইন্টন ডি কক
প্রথম শূন্য- জনি বেয়ারেস্ট্রো
প্রথম গোল্ডেন ডাক- জনি বেয়ারেস্ট্রো
প্রথম ওয়াইড- কেগিসো রাবাদা
প্রথম বাউন্ডারি- জেসন রয়
প্রথম ওভার বাউন্ডারি- ইয়ান মরগান
প্রথম অর্ধশতক- জেসন রয়
প্রথম ম্যান অফ দ্যা ম্যাচ-বেন স্টোকস।
প্রথম ম্যাচ জয় – ইংল্যান্ড
বিশ্বকাপের ইতিহাসে প্রথম বারের মতো কোনো স্পিনার আসরের প্রথম ম্যাচেই বোলিং উদ্বোধন করলেন। তবে এর আগে নিউজিল্যান্ডের দীপক প্যাটেল ইনিংসের প্রথম ওভার শুরু করলেও তা ছিলো দ্বিতীয় ইনিংসে।
আর বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ইনিংসের প্রথম উইকেট তুলে নেনে কোনো স্পিনার। তবে তাহির উইকেট তুলে নেন নিজের এবং ইনিংসের প্রথম ওভারেই। এর আগে ২০১১ বিশ্বকাপে ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ ইনিংসের প্রথম উইকেট তুলে নিয়েছিলেন। রিয়াদ নিজের প্রথম ওভারে ইনিংসের প্রথম উইকেট তুলে নিলেও তা ছিল ইনিংসের ২৪তম ওভারে।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সকল ম্যাচ অনলাইনে কোনো প্রকার সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপসেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপসটি এন্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিঙ্কে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ ) এই লিঙ্কে ক্লিক করে।
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ প্রথম উইকেট প্রথম ম্যাচ বিশ্বকাপে যত প্রথম