Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারে যোগ দিলেন কন্তে


৩১ মে ২০১৯ ১১:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেলসি থেকে বহিস্কৃত হয়েছেন গেল সিজনে। আর অ্যান্তোনিও কন্তের জায়গায় অধিষ্ঠিত হয়েছেন স্বদেশী মাউরিসিও সারি। গেল এক বছরের বড় বড় বিভিন্ন ক্লাবের সাথে গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত যোগ দেননি কোথাও।

গুঞ্জন উঠেছিল বেশ ক’দিক ধরেই, ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানে যোগ দিচ্ছেন অ্যান্তোনিও কন্তে। আর তা নিশ্চিত হল আজ। গেল এক বছরে সুযোগ থাকলেও যোগ দেননি কোন ক্লাবেই। অপেক্ষা করছিলেন সঠিক সময়ের আর সঠিক ক্লাবের জন্য।

শেষ পর্যন্ত ইন্টারকেই বেছে নিলেন এই ইতালিয়ান কোচ। জুভেন্টাসের হয়ে এক সময় দারুণ সময় পার করেছেন কন্তে। আর জুভেদের চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টারকে হারিয়ে জিতেছেন লিগও। ইন্টার আর জুভের সম্পর্ক যে তিক্ত তা অজানা নয় ফুটবল বিশ্বের।

বিজ্ঞাপন

আর যে কন্তে এক সময় জুভের ডাগ আউটে দাঁড়িয়ে ইন্টারকে ঘায়েল করার ছক কষেছেন, তিনিই এখন ছক কষবেন জুভেকে হারানোর। শুক্তবার টুইটারে অফিসিয়াল বার্তাতে ইন্টার মিলান জানায় লুসিয়ানো স্প্যালেত্তির জায়গা নিচ্ছেন অ্যান্তোনিও কন্তে।

সারাবাংলা/এসএস

অ্যান্তোনিও কন্তে ইন্টার মিলান চেলসি জুভেন্টাস সিরি এ

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর