Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাককালামের মতে আফগানদের কাছেও হারবে বাংলাদেশ


৩১ মে ২০১৯ ১৬:০৮ | আপডেট: ৩১ মে ২০১৯ ১৬:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর পর্দা উঠেছে বৃহস্পতিবার (৩০ মে) ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। তাই তো বিশ্বকাপ নিয়ে আলোচনার শেষ নেই ক্রিকেট দুনিয়ায়। সাবেক ক্রিকেটাররা এবারের বিশ্বকাপ নিয়ে জানাচ্ছেন নিজের মতবাদ।

নিউজিল্যান্ড জাতীয় দলের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামও বিশ্বকাপের দল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। গ্রুপ পর্বে দশ দলের কে ক’টি করে ম্যাচ জিতবে হিসাব দিয়েছেন তার।

নিজের ইন্সটাগ্রামে ডায়রিতে লেখা একটি ছবি পোস্ট করেন এই ক্রিকেটার। সেখানে কোন দল কতটি ম্যাচ জিতবে গ্রুপ পর্বে এবং কাদের বিপক্ষে জিতবে তাও লিখেছেন তিনি।

 

ম্যাককালামের পোস্ট থেকে দেখা যায় এবারের বিশ্বকাপে বাংলাদেশ জিতবে মাত্র একটি ম্যাচ। আর হারবে ৯টি ম্যাচের ৮টিতেই। ক্রিকেটের শক্তির হিসেবে বাংলাদেশের থেকে যোজন যোজন পিছিয়ে আফগানরা। তবে ম্যাককালামের মতে তাদের বিপক্ষেও হারবে টাইগাররা।

বিজ্ঞাপন

ক্রিকেট বিশ্লেষকরা যেখানে বাংলাদেশকে সেমিফাইনালিস্ট হিসেবে দেখছেন সেখানে ম্যাককালামের মতে টাইগাররা জিতবে কেবল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সকল ম্যাচ অনলাইনে কোনো প্রকার সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপসেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপসটি এন্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিঙ্কে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ ) এই লিঙ্কে ক্লিক করে।

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার বাংলাদেশ ব্রেন্ডন ম্যাককালাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর