ফ্র্যাকচার ধরা পড়েনি তামিমের কব্জিতে
১ জুন ২০১৯ ০২:০৩
তামিম ইকবালের বাঁ হাতের কব্জিতে ফ্র্যাকচার ধরা পড়েনি। শুক্রবার (৩১ মে) যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুরে তার চোটে এক্স-রে শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে বিসিবি কর্তৃপক্ষ।
আগামীকাল আরও কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা শেষে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তবে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে তিনি খেলবেন কি-না সেটা এখনো নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি।
উল্লেখ্য, শুক্রবার সকালে কেনিংটন ওভালে ব্যাটিং অনুশীলনের সময় থ্রোয়ারের বলের ছোবলে বাঁ হাতের কব্জিতে চোট পান বাংলাদেশ দলের ব্যাটিংস্তম্ভ তামিম ইকবাল।
চোট পাওয়ার পরপরই নেট থেকে ড্রেসিংরুমের পথ ধরেন এই ওপেনার।
অথচ মাত্র একদিন বাদেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে লাল সবুজের দল।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সকল ম্যাচ অনলাইনে কোনো প্রকার সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপসেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপসটি এন্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিঙ্কে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ ) এই লিঙ্কে ক্লিক করে।
সারাবাংলা/এমআরএফ/এমআই