Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ার্নার আর স্মিথ ফিরছেন আফগানদের বিপক্ষে


১ জুন ২০১৯ ১২:৩০ | আপডেট: ১ জুন ২০১৯ ১৪:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানের বিপক্ষে ব্রিস্টলে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রা। বর্তমান চ্যাম্পিয়নরা সন্ধ্যা সাড়ে ছয়টায় খেলতে নামবে ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে।

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেননি অজি ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। তবে নিজেদের প্রথম ম্যাচে ওয়ার্নার খেলতে প্রস্তুত বলে জানিয়েছে অজি ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার ফিটনেস পরীক্ষায় উৎরে যায় ডেভিড ওয়ার্নার। আর তাই তো পরবর্তী ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ ফিট বলে ঘোষণা করেছে দলীয় চিকিৎসকরা।

ঘরের মাঠে ২০১৫ বিশ্বকাপে আফগানদের বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। সে ম্যাচে ৪১৭ রান তোলে অস্ট্রেলিয়া। আর ওই ম্যাচেই ঝড়ো ১৭৭ রান করেন ডেভিড ওয়ার্নার।

বিজ্ঞাপন

আর চার বছর পরে সেই আফগানদের বিপক্ষের ম্যাচ খেলার সুযোগই হারাচ্ছিলেন ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কেলেঙ্কারির পরে এক বছরের নিষেধাজ্ঞা আরোপ হয় ওয়ার্নার এবং স্মিথের উপর।

তবে বিশ্বকাপের ঠিক আগে আগেই শেষ হয় এই দুই তারকা ক্রিকেটারের নিষেধাজ্ঞা। আর নিষেধাজ্ঞা কাটিয়ে সরাসরি আন অফিসিয়াল সিরিজ খেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। সেখানে সেই পুরনো স্মিথ-ওয়ার্নারের দেখা মিললো।

অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ডে পাড়ি জমানোর পরে প্রস্তুতি ম্যাচেও নিজেদের ব্যাটিং ধারাবাহিকতা ধরে রেখেছে এই দুই ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পূর্বে ফিটনেস সমস্যায় পড়ে খেলেননি ম্যাচটি ওয়ার্নার।

তবে সুস্থ হয়ে মাঠে নামতে প্রস্তুত ওয়ার্নার। আর এ নিয়ে অজি অধিনায়ক অ্যারণ ফিঞ্চ বলেন, ‘ডেভি (ওয়ার্নার) এখন পুরোপুরি সুস্থ। আফগানদের বিপক্ষে খেলার জন্য ছাড়পত্র পেয়েছে সে। তবে টসের আগ পর্যন্ত আমরা আমাদের একাদশ জানাতে চাই না।’

ফিঞ্চ আরও যোগ করেন, ‘আমাদের সব ব্যাটসম্যানরা দারুণ ফর্মে আছে। ওয়ার্নারের সাথে আমার বোঝাপড়াটা দারুণ। ওর সাথে খেলতে অনেক ভালবোধ করি আমি। আর তিন নম্বর স্থানের জন্য উসমান খাজা আর শন মার্সের লড়াইটাও দারুণ জমে উঠেছে। তবে সেরা খেলোয়াড়কেই আমরা দলে নেব। স্মিথ আর ওয়ার্নারের ফিরে আসায় আমরা অনেক শক্তিশালী হয়েছি।’

আফগানদের বিপক্ষে আবারও কি প্রত্যাবর্তন হবে সেই ২০১৫? নাকি আফগানরা জন্ম দেবে ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম আপসেট? দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা ওয়ার্নার-স্মিথ চাইবেন দেশের জার্সি গায়ে হারানো সম্মান ফিরে পেতে এই ম্যাচ দিয়েই।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সকল ম্যাচ অনলাইনে কোনো প্রকার সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপসেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপসটি এন্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিঙ্কে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ ) এই লিঙ্কে ক্লিক করে।

 

** আফগানদের বিরুদ্ধে আজ ব্রিস্টলে খেলবে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

 

সারাবাংলা/এসএস

অস্ট্রেলিয়া-আফগানিস্তান ওয়ার্নার-স্মিথ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ডেভিড ওয়ার্নার স্টিভ স্মিথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর