বার্সার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে অ্যাতলেটিকো
১ জুন ২০১৯ ১৪:৪৯
অ্যান্তোনিও গ্রিজম্যানের বার্সায় পাড়ি জমানোটা ছিল কেবল সময়ের ব্যাপার। অন্ততপক্ষে ২০১৮-১৯ মৌসুম শেষের সাথে গুঞ্জন তো সেটিই উঠেছিল। অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছিলেন গ্রিজম্যান নিজেই।
তবে বার্সা এখন অ্যাতলেটিকোর সাথে গ্রিজির চুক্তি থেকে সরে আসছে। আর তাই নিয়েই কাতালান বোর্ডের উপর ক্ষেপেছে অ্যাতলেটিকো প্রেসিডেন্ট। বার্সার বিপক্ষে চুক্তি ভঙ্গের দায়ে আইনি পদক্ষেপ গ্রহণের কথাও ভাবছে তারা।
এ বছর মার্চে বার্সার সাথে চুক্তি হয় অ্যাতলেটিকোর, ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে কাতালান ক্লাবে পাড়ি জমাবে বিশ্বকাপ জয়ী এই ফ্রেঞ্চ তারকা। তবে সে চুক্তি থেকে সরে এসেছে বার্সা প্রেসিডেন্ট জোসেপ বার্তেমেউ। আর এতেই ক্ষেপে উঠে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে বার্সার বিপক্ষে।
** ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই রাতে নামছে লিভারপুল-স্পার্স
সারাবাংলা/এসএস
অ্যাতলেটিকো মাদ্রিদ অ্যান্তোনিও গ্রিজম্যান বার্সেলোনা স্প্যানিশ লা লিগা