Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঠিন হলেও আশায় হাবিবুল বাশার


১ জুন ২০১৯ ২১:৩৪ | আপডেট: ৩ জুন ২০১৯ ২২:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের এবারের আসরটিকে অনেকেই কঠিনের তকমা দিয়ে দিয়েছেন। কেন? বৈশ্বিক এই আসরটিতে এবার গ্রুপ পর্বের বালাই নেই। প্রতিটি দলকেই খেলতে হবে ৯টি করে ম্যাচ। সেখান থেকে শেষ চারে যেতে জিততে হবে কমপক্ষে ৫ থেকে ৬টি ম্যাচ। কাজেই হট ফেভারিট হয়েও লাভ নেই। নির্ধারিত দিনে চড়া ব্যাট, ক্ষুরধার বোলিং ও নিখুঁত ফিল্ডিংয়ে যারা প্রতিপক্ষকে চেপে ধরতে পারবেন শেষ চারের আশায় তারাই বুক বাঁধবেন। সেটা হতে পারে আফগানিস্তানও।

বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য। শেষ চারের লড়াইয়ে অবতীর্ণ হতে টাইগারদের অতিক্রম করে আসতে হবে শ্বাপদ-সংকুল পথ। তবে যেহেতু দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন সেহেতু সেমির আশায় পিছপা হচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বিজ্ঞাপন

অবশ্য সেই অভিজ্ঞতার পাল্লাটিও কম ভারী নয়। দলের চার ক্রিকেটার; মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক খেলেছেন তিন তিনটি বিশ্বকাপ। সবকিছু ঠিক থাকলে এটি হতে যাচ্ছে তাদের চতুর্থ। এছাড়া মাহমুদইল্লাহ রিয়াদ ও রুবেল হোসেনের মতো অভিজ্ঞরা তো আছেনই। কাজেই এমন একটি দলের শেষ চারে খেলার আশা তিনি করতেই পারেন।

সুমনের মতে, ‘এবারের বিশ্বকাপটি নিঃসন্দেহে কঠিন হবে। এবার দলগুলোর মধ্যে ব্যবধান অনেক কম। সাধারণত বিশ্বকাপ এলেই দেখা যায় দলগুলোর মধ্যে বেশ ব্যবধান থাকে। কিন্তু এবার সেটা মনে হচ্ছে না। সবাইকে ৯টা করে ম্যাচ খেলতে হবে। সেমিফাইনালে যেতে ৫-৬টা ম্যাচ জিততে হবে। এই ফর্মেটের কারণে কোনো দলকে টার্গেট করার ব্যাপার থাকবে না। খুব ভালো ক্রিকেট খেলতে হবে।’

সাবেক এই টাইগার দলপতি জানালেন, ‘আমাদের দলটা কেমন করবে সেটা নির্ভর করবে বিশ্বকাপের সময় প্লেয়াররা কেমন ফর্মে থাকে তার ওপর। সেটা যদি থাকে আমার মনে হয় খুব ভালো কিছু করার সম্ভাবনা থাকবে। কারণ এই দলটা ভালো আর ব্যালান্সড দল। এই দলে পারফর্মার অনেক, অভিজ্ঞ খেলোয়াড় অনেক। কিন্তু সময়মত ফর্মে থাকাটা জরুরি হবে।’

ব্যাটিংয়ে আপনি আস্থা রাখছেন কোন অর্ডারে? সারাবাংলা.নেটের করা এমন প্রশ্নে তার উত্তর হলো, ‘ওপেনাররা থিতু হয়ে গেছে। মূলত এই অর্ডার নিয়ে আমরা কিছুটা ভুগছিলাম। সৌম্যর ফর্মে ফেরাটা জরুরি ছিল। তবে সৌম্য, লিটন যেই ওপেন করুক তামিমের সাথে, তার ফর্মটা বিশ্বকাপের সময় খুবই গুরুত্বপূর্ণ হবে। তামিম মোটামুটি আত্মবিশ্বাসী। কিন্তু তার সঙ্গে যে ওপেন করবে বিশ্বকাপে তার ফর্মে থাকাটা জরুরি। আর মিডল অর্ডারে মুশফিক আছে, মাহমুদউল্লাহ আছে। তাই মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা নেই। তিনে সাকিব তো ভালো করছেই।’

তার মানে হাবিবুল বাশারের কথায় এটা পরিস্কার একমাত্র উদ্বোধনী জুটি নিয়েই তাদের কিছুটা ভাবনা আছে। তবে ত্রিদেশীয় সিরিজে তামিম ইকবালের সঙ্গে সৌম্য যে ছন্দে খেলছেন একই ছন্দ বিশ্বকাপে নিয়ে যেতে পারলে তো কথাই নেই।

এরপর এলো বোলিংয়ের প্রসঙ্গ। যেখানে কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমানকেই দলের ‘সেরা অস্ত্র’ হিসেবে ইঙ্গিত দিলেন মিস্টার ফিফটি। বিশ্বকাপে তাকে নিয়ে দুশ্চিন্তা করা থেকে বিরত থাকার পরামর্শও দিয়ে রাখলেন। হাবিবুল বাশারের ভাষ্য মতে, ‘মোস্তাফিজকে নিয়ে বিশ্বকাপে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা যদি ভাবেন মোস্তাফিজ এখন বল করে ৫ উইকেট পাবে, ওভার প্রতি চারের নিচে রান দেবে, এটা হবে না। সম্ভব না। পৃথিবীর কোনো বোলারই এটা পারে না। প্রথম দিকে হয়েছে। কারণ তখন উইকেট অনুকূলে ছিল। এখন তেমন থাকবে না। আর বিশ্বকাপের উইকেটে কিন্তু বল গ্রিপ করে না, ব্যাটে আসে না। অতএব, ইংল্যান্ডে মোস্তাফিজের কাছ থেকে সেরকম ম্যাজিক আশা করাটা ভুল হবে। এমন উইকেটে কিন্তু সবাই মার খায়, কম বেশি রান দেয়। তার মধ্যে মোস্তাফিজ অবশ্যই ভালো করবে। মোস্তাফিজ আমাদের ডেথ ওভারের বোলার। অতএব তাকে নিয়ে আমি চিন্তিত নই।’

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সকল ম্যাচ অনলাইনে কোনো প্রকার সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপসেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপসটি এন্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিঙ্কে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ ) এই লিঙ্কে ক্লিক করে।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

** শেষ চারের সম্ভাবনা দেখছেন রকিবুল, তবে…
** বিশ্বকাপে ফারুকের ‘ট্রাম্প কার্ড’ সাকিব
** মাশরাফিরা ফাইনালে খেললেও অবাক হবেন না আতাহার
** রফিকের কাছে ‘বিশ্বকাপ বিশ্বকাপই’

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার বিশ্বকাপ স্পেশাল হাবিবুল বাশার সুমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর