Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানদের সংগ্রহ ২০৭


১ জুন ২০১৯ ২১:৪৯

দ্বাদশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান দলপতি গুলবাদিন নাইব। ৩৮.২ ওভারে অলআউট হওয়ার আগে আফগানরা তুলেছে ২০৭ রান।

ব্যাটিংয়ে নেমে আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ এবং হযরতউল্লাহ জাজাই দুজনই শূন্য রানে বিদায় নেন। তিন নম্বরে নেমে রহমত শাহ খেলেন ৪৩ রানের ইনিংস। হাশমতউল্লাহ শাহিদি করেন ১৮ রান। মিডলঅর্ডারে নেমে মোহাম্মদ নবী (৭) ইনিংসের হাল ধরতে পারেননি।

বিজ্ঞাপন

দলপতি গুলবাদিন নাইব ৩৩ বলে চারটি চার আর একটি ছক্কায় করেন ৩১ রান। নাজিবুল্লাহ জাদরান ৪৯ বলে খেলেন ৫১ রানের দারুণ এক ইনিংস। তার ইনিংসে ছিল সাতটি চার আর দুটি ছক্কার মার। ১১ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলার পথে রশিদ খান দুটি চারের পাশাপাশি তিনটি ছক্কা হাঁকান। শেষ দিকে মুজীব উর রহমান করেন ৯ বলে ১৩ রান।

অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স ৮.২ ওভারে তিনটি উইকেট নিতে খরচ করেন ৪০ রান। স্পিনার অ্যাডাম জাম্পা ৮ ওভারে ৬০ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। দুটি উইকেট পান মার্কাস স্টইনিস। একটি উইকেট লাভ করেন মিচেল স্টার্ক।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সকল ম্যাচ অনলাইনে কোনো প্রকার সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপসেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপসটি এন্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিঙ্কে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ ) এই লিঙ্কে ক্লিক করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

অস্ট্রেলিয়া আফগানিস্তান ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

বিজ্ঞাপন

গাজায় ১৫ চিকিৎসক নিহত: আইডিএফ
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর