গ্যালারিতে উল্লাস, গো টাইগার্স গো
২ জুন ২০১৯ ১৭:০৭
বিশ্বকাপে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দ্বৈরথের আগে কেনিংটন ওভালের বাইরের চিত্রই বলে দিচ্ছিল ম্যাচ শুরু হলে ভেতরের অবস্থা কী দাঁড়াবে। ধারণা এক বিন্দুও মিথ্যে হয়নি। সকালে মাঠের বাইরে লাল সবুজের যে উল্লাস দেখা গিয়েছিল ম্যাচ চলাকালীন মাঠেও তা অব্যাহত আছে। লাল সবুজের ভক্তদের উল্লাসে সরব সেন্ট্রাল লন্ডনের মাঠ।
প্রিয় দেশকে বিশ্বমঞ্চের লড়াইয়ে অনুপ্রাণিত করতে কত কিছুই না সজোরো বলে চলেছেন তারা! পতাকা উঁচিয়ে বাংলাদেশ, বাংলাদেশ। গো টাইগার্স গো। আরো কত রকমের শব্দ!
রোববার (২ জুন) দক্ষিণ আফ্রিকার কাছে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ সন্তর্পণেই করেছিল বাংলাদেশ।
তামিম-সৌম্য জুটির উইকেট আকড়ে থাকা ব্যাটিং ভক্তদের সমৃদ্ধ একটি ইনিংসের আশা যোগাচ্ছিল। দুই ওপেনারের ব্যাট থেকে আসা প্রতিটি রানই উচ্ছাসের জ্বালানি যোগাচ্ছিল। বাউন্ডারি হলে তো কথাই নেই। সিট থেকে উঠে দাঁড়িয়ে নেচে গেয়ে করা উদযাপন টিম বাংলাদেশকে দারুণ কিছু করার বাড়তি প্রেরণা দিয়ে যাচ্ছিল।
৯ম ওভারে হঠাৎ করেই গ্যালারিতে নেমে আসে নিরবতা। অ্যানডিল ফেলুকাওয়ের বলে ডি ককের হাতে ক্যাচ দিয়ে মাত্র ১৬ রানে ফিরে যান তামিম ইকবাল। দর্শকদের মাথায় হাত।
দ্বিতীয় উইকেটে আসেন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। অপর প্রান্তে থাকা সৌম্য তাতে উজ্জীবিত। কিন্তু তার ছন্দে থাকা ব্যাট আতকাই থেমে যায় ক্রিস মরিসের হানা আঘাতে হাত বাড়িয়ে দেন ডি কক। গ্লাভসে জমে প্যাভিলনের পথ ধরেন ওয়ানডে ক্যারিয়ারের একাদশ ফিফটি থেকে ৮ রান (৪২) দূরে থেকে। আবার নিরবতা নামে গ্যালারিতে।
টাইগার ব্যাটসম্যানদের লাল সবুজের ভক্তরা জয়ের বর্ণিল স্বপ্ন বুনে চলেছেন।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সকল ম্যাচ অনলাইনে কোনো প্রকার সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপসেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপসটি এন্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিঙ্কে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ ) এই লিঙ্কে ক্লিক করে।
সারাবাংলা/এমআরএফ/জেএইচ