Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব-মুশফিকের পঞ্চম শত রানের জুটি


২ জুন ২০১৯ ১৭:৫৯ | আপডেট: ২ জুন ২০১৯ ১৮:৩১

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লন্ডনের ওভালে ব্যাট করছে বাংলাদেশ। ম্যাচটিতে শত রানের জুটি গড়েছেন দুই টাইগার সাকিব ও মুশফিক। তৃতীয় উইকেটে এই জুটি গড়ার মাধ্যমে একদিনের ক্রিকেটে পঞ্চমবারের মতো শত রানের জুটি গড়লেন সাকিব-মুশফিক। এছাড়াও দুজনই আলাদাভাবে অর্ধশতক রান করেছেন।

সাকিব-মুশফিক জুটিতে এসেছে ১৪২ রান। বিশ্বকাপে বাংলাদেশের এটাই সর্বোচ্চ রানের জুটি।

এদিকে সাকিব আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন। ক্রিকেটের তিন ফরম্যাটে ১১ হাজার রান পূর্ণ করেছেন তিনি। আজ মাঠে নামার আগে এই কীর্তি থেকে ছিলেন মাত্র ৫ রানের দূরত্বে।

এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

ইনিংসের ৩৬তম ওভারের প্রথম বলে বিদায় নেন সাকিব। ইমরান তাহিরের বলে বোল্ড হওয়ার আগে সাকিব করেন ৭৫ রান।সাকিব তার ৮৪ বলের ইনিংসে ৮টি চারের পাশাপাশি একটি ছক্কা হাঁকান। দলীয় ২১৭ রানের মাথায় বিদায় নেন সাকিব।  সাকিব ওয়ানডে ক্যারিয়ারের ৪৩তম ফিফটি তুলে নেন, মুশফিক তুলে নেন ৩৪তম ফিফটি। এই দুই টাইগার পঞ্চমবারের মতো শত রানের জুটি গড়েন।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটি লন্ডনের কেনিংসটন ওভালে খেলছে বাংলাদেশ। এর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি খেলেছিল স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচটিতে ১০৪ রানে হেরেছিলো প্রোটিয়ারা।

সারাবাংলা/আইই

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ মুশফিক সাকিব

বিজ্ঞাপন

বিকেলে বিএনপির যৌথ সভা
২২ এপ্রিল ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর