চার বিশ্বকাপের প্রথম ম্যাচে অনন্য সাকিব
২ জুন ২০১৯ ১৮:৩৫
২০০৭ থেকে ২০১৯ সাল। এই ১২ বছরে চারটি ক্রিকেট বিশ্বকাপ দেখেছে ভক্তরা। চার বিশ্বকাপেই বাংলাদেশের প্রথম ম্যাচে একটা বিষয় কমন হয়েছে। সব বিশ্বকাপের টাইগারদের প্রথম ম্যাচেই ব্যাট হাতে অনন্য অবদান রেখেছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান।
লাল-সবুজ জার্সিতে সব বিশ্বকাপের নিজের প্রথম ম্যাচেই ফিফটি উপহার দিয়েছেন সাকিব।
২০১৯ বিশ্বকাপ: শেষ তিন বিশ্বকাপে বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে মাঠে নামা সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে ফিফটি করেছেন। ইংল্যান্ডের ওভালে সাজঘরে ফেরার আগে নামের পাশে ৮৪ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস যোগ করেছেন।
২০১৫ বিশ্বকাপ: ১১তম বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় প্রথম ম্যাচ আফগানিস্তানের সঙ্গে আরেকবার হেসেছিল সাকিবের ব্যাট। ৬৩ বলে ৫১ রানের পাশাপাশি সাকিব নিয়েছিলেন দুটি উইকেটও। তার অল রাউন্ডার পারফর্মেন্সে বাংলাদেশ সে ম্যাচে পেয়েছিল ১০৫ রানের বড় জয়।
২০১১ বিশ্বকাপ: ১০ আসরটা ছিল বাংলাদেশেই। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ। মিরপুরের শের-ই-বাংলা আন্তর্জাতিক স্টেডিয়াম ব্যাট হাতে ৫৫ বলে ফিফটি করেছিলেন সাকিব। সঙ্গে একটি উইকেটও পেয়েছিলেন। সে ম্যাচটা অবশ্য ভারত জিতে নিয়েছিল ৮৭ রানে।
২০০৭ বিশ্বকাপ: ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপের নবম আসরে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা শুরু করেছিল জয় দিয়ে। ভারতের বিপক্ষে। সে ম্যাচ সাকিবের প্রথম বিশ্বকাপ ছিল। অভিষেক বিশ্বকাপেই জ্বলে উঠেছিল সাকিবের ব্যাট। ৮৬ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছিলেন মাগুরার ক্রিকেটার।
আশার বাণী হলো প্রথম ম্যাচে সাকিবের ব্যাট হাসায় দুটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। আজও কী দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হবে।
সারাবাংলা/জেএইচ