যেতে হবে বহু দূর: মাশরাফি
৩ জুন ২০১৯ ০২:২৮
দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মোর্ত্তজা সংবাদ সম্মেলনে এলেন কিছুটা গম্ভীর অবয়বে। দেখে বোঝার উপায় নেই ক্রিকেটে সব সময়ের শক্তিধর দলটিকে একটু আগেই মাঠের লড়াইয়ে নাস্তানাবুদ তারা করেছেন। ধাক্কা খেলাম। মনে প্রশ্নের উদ্রেক হলো, কেন সহাস্যে নেই লাল সবুজের ক্রিকেটের দিন বদলের এই দলপতি? এতো বড় একটি দলকে হারিয়েও কোন সে অজানা কারণে স্বভাবসুলভ হাসি আটকে রেখেছেন?
উত্তর পাওয়া গেল খানিক বাদেই। মাত্র তো টুর্নামেন্টের শুরু। আর যে লক্ষ্য নিয়ে টিম বাংলাদেশ বিশ্বযুদ্ধের মঞ্চে গিয়েছে তা ছুঁতে আরো জয় চাই। কাজেই এক প্রোটিয়া বধেই উদ্বেলিত হওয়ার কারণ তিনি দেখছেন না।
মাশরাফি জানালেন, ‘আমাদের দলের সবারই স্বাভাবিক থাকা জরুরি। মাত্র একটি ম্যাচ আমরা জিতেছি। টুর্নামেন্টের আরো ৮টি ম্যাচ বাকি। আমরা এই ম্যাচ জিতে টুর্নামেন্টের কোথাও নেই। তাই, সবাই এত উচ্ছ্বসিত হলেও আমাদের হওয়ার প্রয়োজন নেই। এখনো অনেক দূর যেতে হবে।’
সংবাদ সম্মেলনে তিনি আরও যোগ করেন, ‘আমরা যদি এই টুর্নামেন্টে ভালো করতে চাই, বড় দলগুলোকে আমাদের হারাতে হবে এটা শিউর। এখানে বড় দল আছে এবং আমার মনে হয় অন্যান্য দল যাদের আমাদের থেকেও বড় করা হয়েছে তারা আমাদের সমানই। আমার মনে হয় টুর্নামেন্টে ভালো করতে চাইলে এসব ম্যাচ আমাদের জিততে হবে। আমি আগেও বললাম একটা ম্যাচ জিতে আমরা টেবিলের কোথাও নেই। হয়তবা দুই পয়েন্টে আমাদের কোনো সাহায্য করবে না। তাই নিশ্চিত করতে হবে আমরা যেন ভালো কাজটা ধরে রাখতে পারি।’
রোববার (২ জুন) লন্ডনের কেনিংটন ওভালে বিশ্বকাপের প্রথম ম্যাচটিতে টাইগারদের জয়ের ধরণ দেখে একবারও মনে হয়নি অলক্ষ্যেই তারা ম্যাচটি জিতেছে বা ভাগ্যদেবী মাটিতে নেমে এসে তাদের বর দিয়েছেন। কী ব্যাটিং, কী বোলিং। প্রতিটি বিভাগেই এক পরিপক্ক বাংলাদেশকে দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। যেন আঁকা ছকে প্রোটিয়াদের বধে মেতে উঠেছিলেন ক্রিকেট বিশ্বের দুর্বার এই দলটি। ঠিক ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ বধের মতোই।
তবে মাশরাফি শোনালেন অন্য কথা। শুধু পরিকল্পনা করে মরণ ছক আঁকলেই নাকি এ ধরণের বড় টুর্নামেন্টে এমন জয় ধরা দেয় না। সাথে ভাগ্যও লাগে, ‘আমি ভাগ্যে বিশ্বাসী। পরিকল্পনা অনেক দলই করে। কিন্তু ওই পরিকল্পনাটা যে কাজে লাগে তাও না। ওখানে ভাগ্য থাকতে হয়। আপনি যদি এসব টুর্নামেন্টে সেরা ফলাফল পেতে চান অবশ্যই ভাগ্যে সহায়তা পেতে হবে। ম্যাচে যে কটা বল টার্ন করেছে সব চাইতে মূল্যবান বলটা টার্ন করেছে ফাফ ডু প্লেসিসের ক্ষেত্রে। এই উইকেটে এতখানি টার্ন হবে এটা আশা করিনি। আমি ওটাই বলতে চেষ্টা করছি এই ধরণের টুর্নামেন্টে ভালো করতে গেলে শুধু ভালো খেললেই হবে না, ভাগ্যও সাথে থাকতে হবে।’
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার বাংলাদেশ বিশ্বকাপ স্পেশাল মাশরাফি র্যাবিটহোল