৭৮৭ দিন পর উইকেট পেলেন ওয়াহাব রিয়াজ
৩ জুন ২০১৯ ২১:২৩
শেষ বেলায় ভাগ্যের সহায়তায় বিশ্বকাপের দলে ঢুকেছেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। আরেক পেসারের বাজে সময়ের সুযোগ নিয়ে ধরেছেন ইংল্যান্ড বিশ্বকাপের বিমান। এই বিশ্বকাপে ওয়াহাব রিয়াজ নিজের প্রথম ম্যাচে নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সোমবার (৩ জুন) নেমেছেন নিজের দ্বিতীয় ম্যাচে, প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড।
দুই পেসার ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমিরের সঙ্গে ব্যাটসম্যান আসিফ আলিকে পরে বিশ্বকাপের দলে ডাকা হয়। প্রাথমিকভাবে ঘোষিত দল থেকে বাদ পড়েন পেসার জুনাইদ খান, ফাহিম আশরাফ ও আবিদ আলি।
প্রথম ম্যাচে ওয়াহাব রিয়াজ বল করার সুযোগ পান ৩.৪ ওভার। তাতে ১০.৯০ গড়ে ৪০ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসের নবম ওভারের শেষ বলে উইকেট পান এই পাকিস্তানি পেসার। ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টোকে ফিরিয়ে দেন তিনি। তাতে, ৭৮৭ দিন পর ওয়ানডে ফরম্যাটে কোনো উইকেট পাওয়ার স্বাদ পেলেন ওয়াহাব রিয়াজ।
পাকিস্তানি এই পেসার এই ম্যাচের আগে সবশেষ ২০১৭ সালের ৭ এপ্রিল ওয়ানডে ফরম্যাটের উইকেট পেয়েছিলেন। সেটি ছিল প্রোভিডেন্সে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচে রিয়াজ ৯ ওভারে ৬৯ রান খরচায় পেয়েছিলেন একটি উইকেট। সেটিই শেষ, এরপর আর কোনো উইকেটের দেখা মেলেনি এই পেসারের। ৭৮৭ দিন পর পেলেন আরেকটি উইকেট।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরপি
ওয়াহাব রিয়াজ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ পাকিস্তান বিশ্বকাপ স্পেশাল