Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ বছর ভারতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ


৩ জুন ২০১৯ ২৩:০৬ | আপডেট: ৪ জুন ২০১৯ ০০:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ১৬ বছর পর ২০১৭ সালের ফেব্রুয়ারিতে হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে তাদের মাটিতে একটি টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তবে এবছর ভারতের মাটিতে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ২০১৯-২০ মৌসুমে হোম সিরিজের সূচি প্রকাশ করেছে। এতে দেখা গেছে বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারত।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফ্রিডম ট্রফিতে খেলবে তারা। সেখানে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি টেস্ট খেলবে বিরাট কোহলির দল। অক্টোবরের ২৩ তারিখ সিরিজটি শেষ হওয়ার পর প্রতিবেশি বাংলাদেশকে আতিথ্য দেবে ভারত। এটাই হবে প্রথম কোনো সিরিজ যেখানে ভারত বাংলাদেশকে একের অধিক টেস্ট খেলার জন্য নিজেদের মাটিতে আমন্ত্রণ জানাবে।

বিজ্ঞাপন

এছাড়া এর আগে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টি সিরিজও ভারতের বিপক্ষে ভারতের মাটিতে খেলা হয়ে ওঠেনি টাইগারদের।

ভারত নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। এবার ৩ ম্যাচের পূর্নাঙ্গ টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। উল্লেখ্য ২০২০ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ।

প্রকাশিত সূচিতে দেখা গেছে ৩, ৭, ১০ নভেম্বর যথাক্রমে দিল্লি, রাজকোট, নাগপুরে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৪-১৮ নভেম্বর প্রথম টেস্ট খেলবে ইন্দোরে। দ্বিতীয় টেস্ট কলকাতায় খেলবে ২২-২৬ নভেম্বর।

সূচি অনুযায়ী ভারত এই সময়ে তাদের নিজেদের মাটিতে ৫টি টেস্ট, ৯টি একদিনের ম্যাচ ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সকল ম্যাচ অনলাইনে কোনো প্রকার সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপসেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপসটি এন্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিঙ্কে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ ) এই লিঙ্কে ক্লিক করে।

সারাবাংলা/আইই

বাংলাদেশ ভারত টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর