ডোপ টেস্টে ডেকে নেওয়া হয় বুমরাহকে
৪ জুন ২০১৯ ১৩:০০
বিশ্বকাপে কোনো কোনো দল দুই ম্যাচও খেলে ফেলেছে। কিন্তু ভারত এখনো একটি ম্যাচও খেলেনি। আগামীকাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। তার আগে এক অস্বস্তিকর খবরের শিরোনাম হয়েছে বিরাট কোহলির দল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে ডোপ টেস্ট করাতে হয়েছে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহকে। হ্যাম্পশায়ার বোলে অনুশীলনের সময় বুমরাহকে কনডাক্টিং টেস্টের জন্য নিয়ে যান আইসিসির ডোপ কন্ট্রোল কর্মকর্তারা। সময়ের সেরা পেসারকে দুটি পরীক্ষার মধ্যদিয়ে যেতে হয়েছে। প্রথম পর্বে বুমরাহর মূত্র পরীক্ষা করা হয়। এর ৪৫ মিনিট পর তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়।
জানা যায়, সাউদাম্পটনে বুমরাহকে সন্দেহজনক ওষুধ সেবন করতে দেখেন অ্যান্টি-ডোপ অ্যাজেন্সির একজন (ওয়াডা) কর্মকর্তা। এরপরই ডোপ টেস্টের জন্য ডেকে পাঠানো হয় ভারতীয় এই তারকা পেসারকে।
বৈশ্বিক প্রতিটি আসরের আগেই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) উদ্যোগে প্রত্যেক খেলোয়াড়ের ডোপ টেস্ট করা হয়। যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চাইলে যেকোনো সময় যেকোনো ক্রিকেটারের ডোপ টেস্ট নিতে পারে।
ভারত এখনও বিশ্বকাপ অভিযান শুরু না করলেও দুটি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। প্রথমটিতে ইংল্যান্ডের বিপক্ষে ১০৪ রানে হেরেঠে প্রোটিয়ারা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২১ রানে হেরেছে ফাফ ডু প্লেসিসের দলটি। আগামীকাল (৫ জুন) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। আর নিজেদের তৃতীয় ম্যাচে নামবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এমআরপি