লঙ্কানদের ব্যাটিং বিপর্যয়ের পরে বৃষ্টির হানা
৪ জুন ২০১৯ ১৮:১১
টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে শ্রীলঙ্কা। তবে টপ অর্ডারের দুই ব্যাটসম্যানের বিদায়ের পরে ব্যাটিং বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। এই রিপোর্ট লেখা অবধি লঙ্কানদের সংগ্রহ ৮ উইকেটে ১৮২ রান। বৃষ্টির কারণে এখন খেলা বন্ধ রয়েছে।
উদ্বোধনী জুটিতে আসে ৯২ রান। অধিনায়ক দিমুথ করুনারত্নের ৩০ রান করে আউট হলে মাঠে নামেন লাহিরু থ্রিমান্নে। ২৫ রানের ইনিংস খেলে থ্রিমান্নে আউট হন। আর এরপরেই মাত্র ১৫ রানের ব্যবধানে ৪টি উইকেট হারায় শ্রীলঙ্কা।
অন্যরা যাওয়ার আসার মিছিলে থাকলেও এক প্রান্ত আগলে রাখেন ওপেনার কুশাল পেরেরা। তবে ৭৮ রানে রশিদ খানের শিকার হয়ে ফিরলে লঙ্কানদের বড় সংগ্রহের আশা নিভে যায়। আফগানদের হয়ে ৩০ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন মোহাম্মদ নবী।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এসএস