Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরপেক্ষ ভেন্যুতে আশা দেখছেন সৌম্য


৪ জুন ২০১৯ ২১:১০

গেল ফেব্রুয়ারির নিউজিল্যান্ড সফরটি টিম টাইগার্সদের জন্য বিস্মৃতি বৈ আর কিছুই নয়। ওয়ানডে সিরিজে স্বাগতিক দলটির সামনে স্রেফ উড়ে গিয়েছিল সফরকারী বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের ওয়ানডের তিনটিতেই মাশরাফিদের মাঠ ছাড়তে হয়েছিল হোয়াইটওয়াশের গ্লানি নিয়ে।

ঠিক সেই দলটিই যখন বিশ্বকাপে টাইগারদের প্রতিপক্ষ, তখন তো একটি শঙ্কা থেকেই যায়। হোয়াইটওয়াশের টাটকা বিম্মৃতির অতলে তলিয়ে পথ হারাবে না তো মাশরাফিরা?

তবে আশা দেখালেন সৌম্য। না, তেমন হওয়ার কোন সম্ভাবনাই নেই। আর এর প্রথম কারণ ভেন্যু। কেননা বিস্মৃতির ওই সিরিজের ভেন্যু ছিল কিউদের ঘরের মাঠে। আর বিশ্বকাপ হচ্ছে ইংল্যান্ডে। যেখানে দু’লের কেউই স্বাগতিক নয়। এখানে জিততে হলে নিজেদের সেরা খেলাটিই খেলতে হবে। আর দ্বিতীয়টি হলো; টিম বাংলাদেশের বদলে যাওয়া খেলার ধরণ। যার শুরুটা হয়েছে ত্রিদেশীয় সিরিজ থেকে এবং বিশ্বকাপেও বলবৎ আছে।

মঙ্গলবার (৪ জুন) লন্ডনে বাংলাদেশ দলের টিম হোটেলে একথা বলেন বাংলাদেশ ক্রিকেট দলের মারকুটে ওপেনার সৌম্য সরকার।

তিনি জানালেন, ‘নিউজিল্যান্ডের মতো একই রকম হবে, সে রকম কিছু বলার সুযোগ নেই। দক্ষিণ আফ্রিকার সাথে যেমন উইকেট ছিল, নিউজিল্যান্ডের সাথে তা নাও থাকতে পারে। এ ছাড়া ওদের গতির সাথে সুইংও আছে। ওইভাবেই প্ল্যান করে খেলতে হবে। পরিস্থিতি, গতি ও সুইং দেখে খেলতে হবে। উইকেটের দিকেও খেয়াল করতে হবে।’

নিউজিল্যান্ড বাংলাদেশকে খুব ভালো করে চেনে বাংলাদেশও তাদেরকে চেনে, এটা কতটা সুবিধা দিবে বা অসুবিধায় ফেলবে? সংবাদ মাধ্যমের করা এমন প্রশ্নে সৌম্যর জবাব হলো, ‘ওরা আমাদের ওখানে খেলে আসছে। আমরাও ওদের দেশে খেলে এসেছি। কিন্তু যতোই ভালো হোক অন্য দেশে এলে সবার জন্যই কষ্ট হয়। ওরা আমাদের চিনে, আমরাও ওদের চিনি, দিন শেষে যারা ভালো খেলবে, তারাই ভালো করবে। আমরা মাঠে জেতার জন্যই নামবো। সবাই নিজেদের শতভাগ দিবো। তাতে প্রতিপক্ষ যতোই চেনা বা অচেনা হোক।’

বিজ্ঞাপন

বুধবার (৫ জুন) কেনিংটন ওভালে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে মোকাবিলা করবে মাশরাফিরা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরএফ/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বাংলাদেশ-নিউজিল্যান্ড বিশ্বকাপ স্পেশাল সৌম্য সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর