বৃষ্টি আইনে আফগানদের টার্গেট ১৮৭
৪ জুন ২০১৯ ২১:২৮
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় খুঁজতে মুখোমুখি হয় শ্রীলঙ্কা আর আফাগানিস্তান। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। আগে ব্যাট করে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ২০১ রানে। তবে বৃষ্টি আইনে আফগানদের সামনে ৪১ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১৮৭ রানের।
বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে বেশ কিছু সময়। এরপর খেলা শুরু হলেও বৃষ্টি আইনে ৫০ ওভার থেকে ম্যাচ ৪১ ওভারে নামিয়ে আনা হয়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা করে অধিনায়ক দিমুথ করুনারত্নে আর কুশাল পেরেরা। উদ্বোধনী জুটিতে আসে ৯২ রান। ৩০ রান করে অধিনায়ক করুনারত্নে ফিরলে লাহিরু থ্রিমানেকে নিয়ে জুটি গড়েন পেরেরা।
ইনিংসের ২২তম ওভারে ব্যক্তিগত ২৫ রানে আউট হন থ্রিমান্নে। আউট হওয়ার পূর্বে দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৫২ রান। থ্রিমান্নের ফিরে যাওয়ার পরেই যেন শ্রীলঙ্কার ছন্দ পতন। দলীয় স্কোর ১৪৪ থেকে ১৫৯ এর মধ্যে মাত্র ১৫ রানের ব্যবধানে সাঁজ ঘরে ফেরেন ৫ লঙ্কান ব্যাটসম্যান।
ব্যাটসম্যানরা যাওয়া আসার মিছিলে থাকলেও এক প্রান্ত আগলে রাখেন কুশল পেরেরা। তার ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৭৮ রান। শেষ পর্যন্ত রশিদ খানের বলে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরেন তিনি। আর তার ব্যাটিংয়েই ভর করে শেষ পর্যন্ত ২০১ রানের পুঁজি দাঁড় করায় সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়নরা।
আফগানদের হয়ে লঙ্কানদের উপর তাণ্ডব চালায় মোহাম্মদ নবী। এই অফ স্পিনার ৯ ওভারে ৩০ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। আর আফগানরা অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ৭ উইকেটে। দুই দলই বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে লড়ছে একে অপরের বিপক্ষে।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
সারাবাংলা/এসএস