Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-নিউজিল্যান্ড রণে চোখ রাঙাচ্ছে বৃষ্টি


৪ জুন ২০১৯ ২২:১৭


সোমবার ভোর থেকেই লন্ডনে বৃষ্টি। একটানা নামছে তো নামছেই। থামার কোন লক্ষণই নেই। সকাল ১০টার দিকে অবশ্য ঈদের নামাজের জন্য অল্প বিস্তর ফুসরত দিয়েছিল। কিন্তু তা শেষ না হতেই আবার শুরু হয়েছে। ফলে নামাজ শেষে অনেকেই বৃষ্টি মাথায় ঘরে ফিরেছেন। এই প্রতিবেদন যখন লিখছি তখন স্থানীয় সময় বিকেল ৪টা ১৯। তখনও গোমড়া মুখে আকাশ এবং গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছে একটানা।

এতে করে বিশ্বকাপে ৫ জুনের ম্যাচকে সামনে রেখে আগের দিন কেনিংটন ওভালে প্রস্তুতি নিতে পারেনি নিউজিল্যান্ড। একই ভেন্যুতে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ দলেরও অনুশীলন করার কথা। কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে না সেটা সম্ভব হবে।

বিজ্ঞাপন

এদিকে বৃষ্টির প্রকোপ থেকে উইকেটকে বাঁচাতে ‍ওভাল ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেটসহ প্রায় অর্ধেকটাই ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে।

বৃষ্টি

বিড়ম্বনার শেষ এখানেই নয়। লন্ডনের আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামীকাল অর্থাৎ ৫ জুনও বৃষ্টি হবে। বিকেল থেকে শুরু হয়ে চলবে রাত অবধি। ঠিক এমন পরিস্থিতিতে হুমকির মুখে পড়েছে বিশ্বকাপে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি। হয়ত একটি বলও মাঠে গড়াবে না। সেক্ষেত্রে দু’দলকেই পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হবে।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বাংলাদেশ-নিউজিল্যান্ড বিশ্বকাপ স্পেশাল

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর