Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেশনস লিগে রোনালদোর হ্যাটট্রিক, ফাইনালে পর্তুগাল


৬ জুন ২০১৯ ০৯:৫০

উয়েফা নেশনস লিগের সেমি ফাইনালে বুধবার রাত পৌনে একটায় সুইজারল্যান্ডের মুখোমুখি হয় পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোরর ক্যারিয়ারের ৫৩তম হ্যাটট্রিকে ৩-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে ওঠে পর্তুগাল।

উয়েফা নেশনস লিগের সেমি ফাইনালে পর্তুগালের পোর্তোর এস্তাদিও দো ড্রাগোতে মুখোমুখি হয় দু’দল। ম্যাচের শুরুতে মাত্র ২৫ মিনিটে দারুণ এক ফ্রিকিক থেকে গোল করে এগিয়ে নেন দলকে। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল।

বিজ্ঞাপন

বিরতি থেকে ফিরে ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফেরায় রিকার্দো রড্রিগেজ। ম্যাচের বাকি তখন আর মাত্র ২ মিনিট। নিশ্চিত অতিরিক্ত সময়ের দিকে এগিয়ে যাচ্ছে ম্যাচ।

তবে দলে যখন ক্রিস্টিয়ানো রোনালদো থাকে তখন শেষ বাঁশি না বাজলে হার মানতে নিষেধ। দলের যখন প্রয়োজন সব থেকে বেশি ঠিক তখনই আবির্ভাব রোনালদোর। বার্নার্ডো সিলভার বাড়ানো বল থেকে রোনালদোর ফিনিশিং। ৮৮ মিনিটে ২-১ গোলে লিড নেয় পর্তুগাল।

কিন্তু রোনালদোর হ্যাটট্রিকটা যে তখনও বাকি। নির্ধারিত ৯০ মিনিটের শেষ দিকে মাঝ মাঠ থেকে আবারও বার্নার্ডো সিলভার বাড়ানো বল পেলেন রোনালদো। বল নিয়ে কয়েকটি স্টেপ ওভার করে ডান প্রান্ত দিয়ে কর্ণারে শট আর গোল।

হ্যাটট্রিক পূর্ণ করলেন রোনালদো, আর দলকে ৩-১ গোলের ব্যবধানে জিতিয়ে উয়েফা নেশনস লিগের ফাইনালে নিয়ে গেলেন। এ নিয়ে নিজের খেলা ১০টি ভিন্ন ভিন্ন টুর্নামেন্টে গোল করলেন রোনালদো। আর পর্তুগালেরর হয়ে এটি ছিল রোনালদোর ৭ম হ্যাটট্রিক।

** ‘থাই বুস্ট’ নিয়ে লাওস বধে নামবে জামাল ভূঁইয়ারা

সারাবাংলা/এসএস

উয়েফা নেশনস লিগ ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল-সুইজারল্যান্ড হ্যাটট্রিক

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর