Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাতারের বিপক্ষে ব্রাজিলের জয়, অস্বস্তি নেইমারের ইনজুরি


৬ জুন ২০১৯ ১০:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোপা আমেরিকা ২০১৯ এর আসর বসছে ব্রাজিলে। তবে মূল পর্বের খেলা শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো। প্রীতি ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।

তবে ম্যাচ জিতলেও বড় ধাক্কা খেয়ে ব্রাজিল দল। তারকা ফুটবলার নেইমার জুনিয়র আবারও ইনজুরিতে। ম্যাচের ২১ মিনিটে পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তিনি। আর কিছুক্ষণ পরই দেখা যায় মাথায় হাত দিয়ে বসে আছেন নেইমার। আর এরপরেই পায় বরফের ব্যাগ বেধে নিয়ে নিয়ে যাওয়া হয় নেইমারকে। তার ইনজুরি কতটা বিপদজনক তা নিয়ে এখনো কোনো সংবাদ জানায়নি ব্রাজিল ফুটবল ফেডারেশন।

স্তাদিও ন্যাশনাল দে ব্রাজিলের মাঠে প্রীতি ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের মুখোমুখি হয় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ব্রাজিল। তাই তো গোলের দেখা পেতেও অপেক্ষা করতে হয় বেশিক্ষণ।

বিজ্ঞাপন

রেফারির ঘড়ির সময় কেবল ১৬ মিনিট ছুঁইছুঁই, দানি আলভেজের বাড়ানো বল জালে জড়াতে ভুল করেনি রিচার্লিসন। ১৬ মিনিটেই ১-০ গোলের লিড। তবে লিড নিয়েই থেমে যায়নি ব্রাজিল। আরও বাড়িয়েছে আক্রমণের ধার।

এক গোল করার পর আরও দারুণ খেলতে থাকা রিচার্লিসন ডি বক্সের ভেতরে পাস দেয় স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে। কাতারের দুই ডিফেন্ডারের মাঝখান থেকে জোরালো শট জেসুসের। লিড দ্বিগুণ করে ব্রাজিল।

ম্যাচের ২৪ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে এরপর কাতার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে। আর তারা এক্ষেত্রে সফলও হয়। যেখানে ম্যাচের ২৪ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে সেখানে বাকি সময়ে হজম করেনি আর কোন গোলই।

তাই তো শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে।

** নেশনস লিগে রোনালদোর হ্যাটট্রিক, ফাইনালে পর্তুগাল

সারাবাংলা/এসএস

ইনজুরি কোপা আমেরিকা ২০১৯ নেইমার জুনিয়র ফুটবল ব্রাজিল ব্রাজিল-কাতার