Thursday 14 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরুর ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৮৮


৬ জুন ২০১৯ ১৯:২০

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ দলপতি জেসন হোল্ডার। অজিরা শুরুর ধাক্কা কাটিয়ে ৪৯ ওভারে অলআউট হওয়ার আগে তুলেছে ২৮৮ রান। ৩৮ রানে চারটি আর ৭৯ রানে টপঅর্ডারের পাঁচটি উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। দারুণ ইনিংস খেলেন স্টিভ স্মিথ। আর ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ার সেরা ৯২ রান করেন নাথান কোল্টার নাইল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুন) ইংল্যান্ডের নটিংহ্যাম ট্রেন্ট ব্রিজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হয় ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি।

ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে অজি দলপতি অ্যারন ফিঞ্চকে বিদায় করেন উইন্ডিজ পেসার ওশানে থমাস। উইকেটের পেছনে শাই হোপের গ্লাভসবন্দি হওয়ার আগে ফিঞ্চ করেন ৬ রান। দলীয় ১৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ২২ রানের মাথায় অস্ট্রেলিয়া দ্বিতীয় উইকেট হারায়। শেলডন কটরেলের বলে হেটমায়ারের হাতে ধরা পড়েন ওপেনার ডেভিড ওয়ার্নার (৩)। দলীয় ৩৬ রানের মাথায় বিদায় নেন তিন নম্বরে নামা উসমান খাজা। আন্দ্রে রাসেলের বলে উইকেটের পেছনে শাই হোপের দারুণ এক ক্যাচে খাজাকে সাজঘরে পাঠায় উইন্ডিজরা। বিদায়ের আগে ১৯ বলে দুই বাউন্ডারিতে ১৩ রান করেন খাজা। স্কোরবোর্ডে ২ রান যোগ হতেই বিদায় নেন  গ্লেন ম্যাক্সওয়েল (০)। কটরেলের বাউন্সার পুল করতে গিয়ে তুলে দেন উইকেটরক্ষক শাই হোপের গ্লাভসে।

এরপর জুটি গড়েন স্টিভ স্মিথ এবং মার্কাস স্টইনিস। ইনিংসের ১৭তম ওভারে স্টইনিসকে ফিরিয়ে দেন উইন্ডিজ দলপতি জেসন হোল্ডার। নিকোলাস পুরানের তালুবন্দি হওয়ার আগে স্টইনিস ২৩ বলে চারটি চারের সাহায্যে করেন ১৯ রান। দলীয় ৭৯ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

বিপাকে পড়া অজিদের টেনে তোলার দায়িত্ব নেন সাবেক দলপতি স্টিভ স্মিথ এবং অ্যালেক্স ক্যারি। ৬৮ রানের জুটিও গড়েন তারা। ইনিংসের ৩১তম ওভারে আন্দ্রে রাসেল আবারো আঘাত হানেন অজি শিবিরে, ফিরিয়ে দেন ক্যারিকে। এবারো উইন্ডিজদের উইকেটের সাথে নাম লেখান শাই হোপ। ক্যারিবীয়ান এই উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়ার আগে ক্যারি ৫৫ বলে সাতটি বাউন্ডারিতে ৪৫ রান করেন ক্যারি। দলীয় ১৪৭ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

এরপর স্মিথ-কোল্টার নাইল দলকে নিয়ে এগুতে থাকেন। স্কোরবোর্ডে ১০২ রান যোগ করেন তারা। ওশানে থমাসের করা ৪৫তম ওভারে বাউন্ডারি সীমানায় ধরা পড়েন স্মিথ। কটরেলের দুর্দান্ত এক ক্যাচে ফেরার আগে স্মিথ করেন ৭৩ রান। তার ১০৩ বলে সাজানো ইনিংসে ছিল সাতটি চারের মার। ২৪৯ রানের মাথায় অস্ট্রেলিয়া সপ্তম উইকেট হারায়। ৪৭তম ওভারে ব্রাথওয়েট ফিরিয়ে দেন ২ রান করা প্যাট কামিন্সকে।

আট নম্বরে নামা কোল্টার নাইল করেন ইনিংস সর্বোচ্চ ৯২ রান। অজি এই পেসারের আগের ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ৩৪ রান। আজ ৮ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হন। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে কোল্টার নাইল ইনিংসের ৪৯তম ওভারে বিদায় নেন। ব্রাথওয়েটের বলে হোল্ডারের হাতে ধরা পড়ার আগে ৬০ বলে আটটি চার আর চারটি ছক্কা হাঁকান রেকর্ড গড়া কোল্টার নাইল। একই ওভারে ব্রাথওয়েট ফিরিয়ে দেন মিচেল স্টার্ককে (৮)। অ্যাডাম জাম্পা ব্যাট করার সুযোগ পাননি। আট নম্বর বা তার নিচে নেমে কোনো অস্ট্রেলিয়ানের এটাই সর্বোচ্চ স্কোর। ২০১৬ সালে ইংলিশ পেসার ক্রিস ওকস আট নম্বরে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত থাকেন ৯৫ রানে। আর চারটি রান হলে বিশ্ব রেকর্ডই গড়ে ফেলতেন কোল্টার নাইল।

কার্লোস ব্রাথওয়েট ১০ ওভারে ৬৭ রান দিয়ে পান তিনটি উইকেট। দুটি করে উইকেট পান শেলডন কটরেল, আন্দ্রে রাসেল এবং ওশানে থমাস। একটি উইকেট নেন জেসন হোল্ডার।

নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে দু’দলই। নিজেদের প্রথম ম্যাচে দু’দলই পেয়েছিল সাত উইকেটের বড় জয়। নটিংহ্যামেই পাকিস্তানকে হারিয়েছিল উইন্ডিজ। আর আফগানদের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয় এসেছিল ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে।

আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে উইন্ডিজ থেকে তিন ধাপ এগিয়ে আছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে ৫ম স্থানে আছে অজিরা আর ৭৭ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে উইন্ডিজ। দুই দলই মুখোমুখি নিজেদের সেরা পারফমারদের নিয়ে।

উইন্ডিজ একাদশ: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল (সহ-অধিনায়ক), শিমরন হেটমায়ার, শাই হোপ, আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, নিকোলাস পুরান, অ্যাশলে নার্শ, ওশান থমাস, এভিন লুইস, শেল্ডন কটরেল।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারণ ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস,  অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স,  মিশেল স্টার্ক,  ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

অস্ট্রেলিয়া উইন্ডিজ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ র‌্যাবিটহোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর