Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলিকে রাজা বানিয়ে বিপাকে আইসিসি


৬ জুন ২০১৯ ১৮:৪১

এক ক্রিকেট ভক্ত টুইট করেছেন, ‘আইসিসির কাণ্ড দেখে মনে হচ্ছে, ভারতের হাতে বিশ্বকাপ উঠলেই যেন তারা খুশি।’ আরেক জন টুইট করেছেন, ‘আইসিসি সম্ভবত ভারতীয় ক্রিকেটের ভক্ত।’ অন্য আরেক টুইটে এক ক্রিকেটপ্রেমী জানিয়েছেন, ‘আইসিসিকে কিনে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই।’ আইসিসিকে পরামর্শ দিয়ে কেউ আবার টুইটারে লিখেছেন, ‘আরও পরিণত বোধের পরিচয় দাও আইসিসি। ভারত ছাড়া আরও নয়টি দেশ এই বিশ্বকাপে খেলছে। তাদেরও একজন করে নেতা আছে।’

বিজ্ঞাপন

সব মিলিয়ে সমালোচনার কেন্দ্রে আইসিসি। সেটি শুধুমাত্র ভারত প্রীতির কারণে। কিন্তু ঠিক কী কারণে আইসিসিকে সোশ্যাল মিডিয়া ধুয়ে দিচ্ছে?

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের বিশ্বকাপ যাত্রা শুরু হওয়ার দিনে টিম ইন্ডিয়ার দলপতি কোহলিকে ‘কিং কোহলি’ বানিয়ে দিয়েছে আইসিসি। ভারতীয় দলপতিকে সম্মান জানিয়ে আইসিসি একটি ছবি টুইট করে। গ্রেট ব্রিটেনের এক শিল্পীর আঁকা ওই ছবিতে দেখা যায়, রাজার বেশে মুকুট পরে সিংহাসনে বসেছেন ভারতীয় অধিনায়ক। তার এক হাতে ব্যাট, অন্য হাতে বল। কোহলির ছবির পেছনে একটি বোর্ড টাঙানো। যেখানে লেখা, ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জয়ী। ভারত ১৯৮৩, ২০১১।’ এর পরে কিছুটা জায়গা ফাঁকা। যেখানে আরও একটি সাল লেখার জায়গা রাখা হয়েছে।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এই কাণ্ডে শুরু হয় বিতর্ক। কোহলির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় লাগেনি। সোশ্যাল মিডিয়াতেই কেউ কেউ প্রশ্ন তুলতে থাকেন, বিশ্বকাপ শুরু হতে না হতেই কীভাবে কোহলিকে সিংহাসনে বসিয়ে দিল আইসিসি?

এটি নিয়ে কথা তুলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তিনি ব্যঙ্গ করে টুইট করেন, ‘নিরপেক্ষতার চরম নিদর্শন!!!’

পরে ভনের সেই টুইটের জবাব দেয় আইসিসি। ক্রিকেটের নিয়ামক সংস্থাটি তিনটি তথ্য দিয়ে পাল্টা টুইট করে। যেখানে দেখানো হয়েছে, কোহলি ওয়ানডে এবং টেস্টের এক নম্বর ব্যাটসম্যান। তাছাড়া, তিনি আইসিসির তিনটি পুরস্কারজয়ী ক্রিকেটার।

কোহলি ভক্তরা পরের এই টুইটে খুশি হলেও সমালোচনা থেমে থাকেনি। তাদের পাল্টা প্রশ্ন-ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এবং বিশ্বকাপের আয়োজক সংস্থা হিসেবে কী করে কোহলির মাথায় মুকুট পরিয়ে দিতে পারে? যেখানে দশটি দল একটি শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, সেখানে একটি দলের অধিনায়ককে কেন এতো প্রাধান্য দেওয়া হলো?

বিজ্ঞাপন

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টুইট বিরাট কোহলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর