ইংল্যান্ডকে হারিয়ে নেশনস লিগের ফাইনালে নেদারল্যান্ডস
৭ জুন ২০১৯ ০৯:৩৫
উয়েফা নেশনস লিগের ফাইনালে ইংল্যান্ডকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস। নাটকীয় ম্যাচটি শেষ পর্যন্ত নিষ্পত্তি হয় অতিরিক্ত সময়ে গিয়ে।
পর্তুগালের গুমাইরাসের এস্তাদিও ডম আলফন্সো হেনরিক স্টেডিয়ামে শুক্রবার রাত পৌনে একটায় মুখোমুখি হয় দু’দল। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ১-১ গোলে সমতায় থাকলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ডাচরা।
যে ডি লিট ডাচদের ডুবিয়েই ছিল, সেই ডি লিটেই শেষ রক্ষা টোটাল ফুটবলের জনকদের। ম্যাচের তখন ৩২ মিনিট, বল নিয়ে ডাচদের ডি বক্সে ইংলিশ ফরোয়ার্ড মার্কোস রাশফোর্ড। নিশ্চিত গোলের দিকে এগিয়ে যাচ্ছে আর ঠিক ওই সময় ডাচ তারকা ডিফেন্ডার ম্যাথিস ডি লিট ফাউল করে বসলেন রাশফোর্ডকে।
দৃষ্টি এড়ায়নি রেফারির, সাথে সাথে পেনাল্টির বাঁশি বাজিয়ে দিলেন। আর ডি লিটকে সতর্ক করে দিলেন হলুদ কার্ড দেখিয়ে। এখানে ভাগ্য সহায় হয়েছিল বলেই নিশ্চিত লাল কার্ড দেখার হাত থেকে বেঁচে যান এই ডিফেন্ডার।
ডি লিট ভুল করলেও পেনাল্টি থেকে বল জালে জড়াতে ভুল করেননি ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রাশফোর্ড। তবে ভুল করে আবার সেই ভুলের মাশুলও দিয়েছেন ডি লিট। ম্যাচের ৭৩ মিনিটে মেম্ফিস ডিপাইয়ের ক্রস থেকে গোল করে দলকে সমতায় ফেরান পেনাল্টি উপহার দেওয়া সেই ডি লিটই।
নির্ধারিত ৯০ মিনিটে আর কোন গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ৭ মিনিটের মাথায় ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকারের আত্মঘাতি গোলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় ডাচরা। আর এর ঠিক ৭ মিনিট পরে কুইন্সি প্রোমসের গোলে ৩-১ গোলের জয় নিশ্চিত হয় ডাচদের।
ফাইনালে নেদ্যারল্যান্ডসের প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
** নেশনস লিগে রোনালদোর হ্যাটট্রিক, ফাইনালে পর্তুগাল
সারাবাংলা/এসএস