Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনজুরিতে বিশ্বকাপ শেষ শাহজাদের


৭ জুন ২০১৯ ১০:৫৭ | আপডেট: ৭ জুন ২০১৯ ১৪:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে মাত্র দুই ম্যাচ খেলেই যাত্রার সমাপ্তি টানতে হচ্ছে আফগান উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদের। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাটুর ইনজুরিতে পড়েছেন এই আফগান। আর এতেই এবারের বিশ্বকাপ যাত্রার সমাপ্তি হচ্ছে তার।

আফগানদের ক্রিকেটে এত অগ্রগতির পেছনে সরাসরি অবদান মোহাম্মদ শেহজাদের। সামনে থেকেই আফগানদের সব এগিয়ে যাওয়ার গল্প লিখেছেন। এবারের বিশ্বকাপেও ভাল কিছু করে দেখানোর প্রতিজ্ঞা ছিল তাদের। তবে হাটুর ইনজুরিটা আর তা হতে দিল না।

শেহজাদের পরিবর্তে ইকরাম আলি খিলকে আফগান দলে অন্তর্ভূক্তির অনুমতি দিয়েছে আইসিসি।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

আফগানিস্তান আহমেদ শেহজাদ ইনজুরি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ সমাপ্তি