Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিস্টলের বৃষ্টিতে ম্যাচ শুরুতে দেরি


৭ জুন ২০১৯ ১৫:১৫

নিজেদের তৃতীয় ম্যাচে ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান-শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে, বৃষ্টির কারণে এখনও টস করা সম্ভব হয়নি। শুরু হলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

বিশ্বকাপের মহারণের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে কখনোই জয়ের দেখা মেলেনি লঙ্কানদের। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে লঙ্কানদের সাথে সাত দেখার প্রতিবারই জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন

ক্রিকেটের মহারণে পাকিস্তান, শ্রীলঙ্কা দুই দলেরই শুরুটা হয়েছিল শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরেছিল পাকিস্তান। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানের হার লঙ্কানদের।

তবে দু’দলই জয়ের দেখা পেয়েছে নিজেদের দ্বিতীয় ম্যাচে। টানা ১১ ম্যাচ হারের পর স্বাগতিক ইংলিশদের বিপক্ষে চলতি বিশ্বকাপের প্রথম জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। আর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানদের বৃষ্টি আইনেই ৩৪ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা।

দুই দলের অবস্থান: আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কার থেকে দুই ধাপ এগিয়ে অবস্থান করছে পাকিস্তান। ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ৯ম স্থানে লঙ্কানরা, সেখানে পাকিস্তান ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে আছে সাত নম্বরে।

বিশ্বকাপে শ্রীলঙ্কা স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধনে, আভিস্কা ফার্নান্দো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমল।

বিজ্ঞাপন

বিশ্বকাপে পাকিস্তান স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাবর আজম, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এসএস/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ পাকিস্তান ব্রিস্টল শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর