Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমার রিয়ালে যাবে না: সুয়ারেজ


৬ ডিসেম্বর ২০১৭ ১১:২৮

সারাবাংলা ডেস্ক

ব্রাজিল তারকা নেইমারের পিএসজিতে যাবার অনেকদিন পেরিয়ে গেলেও তার ট্রান্সফার ফি আর দলবদলের গুঞ্জন নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি। সেই আলোচনায় যোগ দিয়েছেন নেইমারের সাবেক সতীর্থ বার্সার উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ।

সম্প্রতি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে নেইমারের যাওয়ার গুজব ছড়িয়েছে। তবে সুয়ারেজ মনে করেন, পিএসজির তারকা কখনোই রিয়ালে যাবেন না। বার্সেলোনায় ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের নতুন শোরুমের উদ্বোধন করতে গিয়ে উরুগুইয়ান ফরোয়ার্ড একথা বলেন।

বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালে নেইমারের যাওয়া প্রসঙ্গে কাতালান তারকা সুয়ারেজ জানান, ‘মোটেও না। সত্যিকার অর্থে, আমি এমন কিছু দেখছি না। নেইমার বোধসম্পন্ন খেলোয়াড়। সে নিশ্চয়ই তার পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে। পিএসজিতে যাওয়ার সিদ্ধান্তটা কঠিন ছিল, সন্দেহ নেই। এটা বলার কারণ, নেইমার কিন্তু বার্সায় বেশ আনন্দেই ছিল। আমি মনে করি, নেইমার কখনোই রিয়ালে যাবে না। আমি জানি তার সাবেক ক্লাব বার্সা ও তার খেলোয়াড়দের প্রতি নেইমারের কী পরিমাণ ভালো লাগা কাজ করে। আমার মনে হয় না সে এখন রিয়ালের হয়ে খেলতে যাবে।’

বার্সার প্রতি শ্রদ্ধা থেকে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড এটা করবেন না বলে বিশ্বাস লুইস সুয়ারেজের। পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি ২০২২ পর্যন্ত।

ফরাসি ক্লাবটিতে যাওয়ার পর থেকে ঝামেলায় কাটছে নেইমারের। সেখানকার ভাষাগত সমস্যা তো আছেই, পাশাপাশি দলের কোচ উনাই এমেরির সঙ্গে বিভিন্ন কারণে বনিবনা না হওয়া পিএসজি ছাড়ার গুঞ্জনে হাওয়া দেয়। এছাড়া মাঠে পিএসজির উরুগুইয়ান তারকা এডিনসন কাভানির সঙ্গে পেনাল্টি শুটআউট নিয়ে ঝামেলার খবরতো পুরোনোই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি/০৬ ডিসেম্বর, ২০১৭

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর