Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংলিশদের বিপক্ষে টাইগারদের সুখকর অতীত


৮ জুন ২০১৯ ১৪:০৮

টানা দুই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। আর এই আত্মবিশ্বাস নিয়েই ওয়েলসের কার্ডিফের সোফিয়া গার্ডেনস স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। শনিবার (৮ জুন) বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে থ্রি লায়ন্সদের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপ মহারণের মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ! শুনলেই সুখকর অতীত কড়া নাড়ে টাইগারদের আর তাদের সমর্থকদের মনের দরজায়। ২০১১ বিশ্বকাপে ঘরের মাঠে মাহমুদউল্লাহ-শফিউলের পারফরম্যান্সে ভর করে অবিশ্বাস্য জয় কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে রুবেলের মহাকাব্যিক বোলিংয়ে ইংলিশদের বধ।

বিজ্ঞাপন

সোফিয়া গার্ডেনসকে বাংলাদেশের লাকি ভেন্যু বলা হয়। এই ভেন্যুতেই ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। কার্ডিফে তৃতীয় জয়ের অপেক্ষায় বাংলাদেশ দল। জিতলে কার্ডিফে হবে জয়ের হ্যাটট্রিক, সেই সাথে টানা তিন বিশ্বকাপে ইংলিশদের হারানোর বিরল রেকর্ডের হ্যাটট্রিক।

দেখে নেওয়া যাক ইংলিশদের বিপক্ষে ওয়ানডেতে টাইগারদের মনে রাখার মতো কিছু পারফরম্যান্স।

*** বিশ্বকাপে দুই দল তিন ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ২টি ম্যাচে, ইংল্যান্ড জিতেছে একটি ম্যাচে।
*** ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে ২০টি ম্যাচে। যেখানে বাংলাদেশ জয়ী ৪টিতে, ইংল্যান্ড জয়ী ১৬টি ম্যাচে।
*** ওয়ানডেতে দুই দলের দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রান ৬১৪। ২০০৫ সালের ২১ জুন নটিংহ্যামে আগে ব্যাট করে ইংলিশরা ৪ উইকেট হারিয়ে তুলেছিল ৩৯১ রান। বাংলাদেশ ৪৫.২ ওভারে অলআউট হওয়ার আগে তুলেছিল ২২৩ রান। ম্যাচটি বাংলাদেশ ১৬৮ রানের ব্যবধানে হেরেছিল।
*** ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট মাশরাফির দখলে। ১৩ ম্যাচে তিনি নিয়েছেন ১৬ উইকেট।
*** ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ গড় জাভেদ ওমর বেলিমের (৭২)।
*** ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং ফিগারেও নাম আছে মাশরাফির। নড়াইল এক্সপ্রেস খ্যাত এই পেসার ২০১৬ সালের ৯ অক্টোবর মিরপুরে ৮.৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে তুলে নিয়েছিলেন চার ইংলিশ ব্যাটসম্যানকে।
*** ইংলিশদের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল। দেশ সেরা এই ওপেনার ২০১৭ সালের ১ জুন ওভালের মাঠে করেছিলেন ১২৮ রান।
*** ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের জয়টি ৩৪ রানের ব্যবধানে। ২০১৬ সালের ৯ অক্টোবর মিরপুরের এই ম্যাচটি জিতেছিল টাইগাররা।

বিজ্ঞাপন

বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান।

বিশ্বকাপে ইংল্যান্ড স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কুরান, জোফরা আর্চার, লিয়াম ডসন, জেমস ভিঞ্চ, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জ্যাসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস এবং মার্ক উড।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার বাংলাদেশ বিশ্বকাপ স্পেশাল র‌্যাবিটহোল

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর