Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাকি ভেন্যুর স্বপ্নাতুর টাইগার সমর্থকরা


৮ জুন ২০১৯ ১৬:১৫ | আপডেট: ৮ জুন ২০১৯ ১৭:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০১১ থেকে ২০১৫, চট্টগ্রাম থেকে অ্যাডিলেড। ২২ গজের বিশ্বযুদ্ধে দুই শহরেই ক্রিকেটের আঁতুরঘর ইংল্যান্ডের বিপক্ষে অজেয় বাংলাদেশ। এবারের শহর অবশ্য ভিন্ন। ইংলিশদের ঘরের মাঠ কার্ডিফ। স্বাগতিক হওয়ায় বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের এই ম্যাচটিতে দুনিয়ার তাবৎ ক্রিকেট বোদ্ধারা তাই ইংলিশদেরই ফেভারিট মানছেন।

কিন্তু ক্রিকেট বোদ্ধাদের সেই মতামতের ধার ধারতে নারাজ লাল সবুজের ভক্তরা। বিশ্বকাপে গেল দুই আসরের জয়ের ধারাবাহিকতা এই আসরে ধরে রেখে মাশরাফিরা হ্যাটট্টিক ইংলিশ বধের গৌরব গাঁথা রচনা করবে বলে বিশ্বাস তাদের। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় গোটা বাংলাদেশের সমর্থকরা।

বিজ্ঞাপন

কার্ডিফের স্টেডিয়ামে আসা অনেকেই বলতে লাগলেন, ‘এখানে এসেছি, বিজয় নিয়েই ঘরে ফিরব। আমাদের প্লেয়াররা যদি শেষ পর্যন্ত খেলে এবং নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে তাহলে অবশ্যই আমরা জয় নিয়ে ঘরে ফিরব। এতে কোনো সন্দেহ নেই।’

এমন আকাশ সমান প্রত্যাশায় তাদের জ্বালানি যোগাচ্ছে লাকি ভেন্যু সোফিয়া গার্ডেনস। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই মাঠেই সাকিব-মাহমদুউল্লাহর ব্যাটে স্রেফ উড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। আরেকটু পেছনে ফিরে গেলে আরো সুখকর স্মৃতির দেখা মিলবে। ২০০৫ সালে ওয়েলসের এই সবুজে ঘেরা মাঠেই আশরাফুলের দাপুটে ব্যাটে সে সময় উড়তে থাকা অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে এনেছিল টাইগাররা।

লাকি ভেন্যুতে তাই প্রত্যাশাটা গগনচুম্বি হওয়া বোধ হয় দোষের নয়। অনেকেই বলতে লাগলেন, ‘২০১৭ তে এখানে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান সেঞ্চুরি করে নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে জিতিয়েছিল। আজকে জিতে ইংল্যান্ডের সঙ্গে হ্যাটট্টিক করা হবে। কার্ডিফ আমাদের লাকি গ্রাউন্ড। এখানে আমরা ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারিয়েছি। ২০১৭ সালে নিউজিল্যান্ডকে হারিয়েছি।’

তবে শুধু সৌভাগ্যের মাঠই নয়। বিশ্বমঞ্চে অভিজ্ঞ বাংলাদেশ টানা তৃতীয়বারের মতো ইংলিশ বধে তাদের স্বপ্নাতুর করে তুলছে। কেউ কেউ তো জানিয়েই দিলেন, ‘এবারের দল অনেক ভালো। ব্যাটিং গভীরতা অনেক ভালো। সো ডোন্ট অরি।’

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার বিশ্বকাপ স্পেশাল র‌্যাবিটহোল সমর্থক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর